বিনোদন ডেস্ক
প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন টালিউডের বুম্বা। ছবির নাম ‘আয় খুকু আয়’। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতার জন্য ভালো গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। টালিউডে এমন দৃষ্টান্তই দেখাতে চলেছেন জিৎ। ছবিটি বানাবেন সৌভিক কুণ্ডু।
‘আয় খুকু আয়’ দিয়ে কয়েক বছর পর আবার বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘সবার কাছেই বক্স অফিস খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম, ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করব। সবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছি আমরা। খুব খারাপ সময় গেছে। এখন এ ধরনের হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন।’
এই ছবিতে প্রসেনজিৎ ও জিতের যুগলবন্দী কিন্তু কাকতালীয় নয়। একসঙ্গে বসে, পরিকল্পনা করেই এ ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ভক্তরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ভক্তরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে?’
বাবা-মেয়ের সম্পর্কের নানা দিক নিয়েই এগোবে ‘আয় খুকু আয়’ ছবির গল্প। শোনা যাচ্ছে, ছবিতে দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন প্রসেনজিতের মেয়ের চরিত্রে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। দিতিপ্রিয়ার মুখের সারল্যই এই ছবিতে বড় একটা ফ্যাক্টর। এতে দ্বৈত চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির আবহসংগীত করার জন্য ইতিমধ্যেই ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছে।
ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। পরিচালক সৌভিক কুণ্ডু জানিয়েছেন, ছবিতে একটি অতিথি চরিত্র আছে। সেটায় জিতের অভিনয়ের পরিকল্পনা চলছে।
এর আগেও অন্য নায়কের জন্য ছবি প্রযোজনা করেছেন জিৎ। তাঁর শেষ প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।
প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন টালিউডের বুম্বা। ছবির নাম ‘আয় খুকু আয়’। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতার জন্য ভালো গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। টালিউডে এমন দৃষ্টান্তই দেখাতে চলেছেন জিৎ। ছবিটি বানাবেন সৌভিক কুণ্ডু।
‘আয় খুকু আয়’ দিয়ে কয়েক বছর পর আবার বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘সবার কাছেই বক্স অফিস খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম, ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করব। সবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছি আমরা। খুব খারাপ সময় গেছে। এখন এ ধরনের হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন।’
এই ছবিতে প্রসেনজিৎ ও জিতের যুগলবন্দী কিন্তু কাকতালীয় নয়। একসঙ্গে বসে, পরিকল্পনা করেই এ ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ভক্তরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ভক্তরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে?’
বাবা-মেয়ের সম্পর্কের নানা দিক নিয়েই এগোবে ‘আয় খুকু আয়’ ছবির গল্প। শোনা যাচ্ছে, ছবিতে দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন প্রসেনজিতের মেয়ের চরিত্রে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। দিতিপ্রিয়ার মুখের সারল্যই এই ছবিতে বড় একটা ফ্যাক্টর। এতে দ্বৈত চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির আবহসংগীত করার জন্য ইতিমধ্যেই ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছে।
ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। পরিচালক সৌভিক কুণ্ডু জানিয়েছেন, ছবিতে একটি অতিথি চরিত্র আছে। সেটায় জিতের অভিনয়ের পরিকল্পনা চলছে।
এর আগেও অন্য নায়কের জন্য ছবি প্রযোজনা করেছেন জিৎ। তাঁর শেষ প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে