বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
সিনেমার পরবর্তী ঘোষণার অপেক্ষায় যখন সবাই তখন সামনে আসে নতুন গুঞ্জন! সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বেশ ক’টি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এরই মধ্যে তুফান–এ চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।
বড় বাজেটের এ সিনেমার যৌথ প্রযোজনায় আছে দেশের আলফা আই, চরকি ও টালিউডের এসভিএফ। গত ডিসেম্বরে এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়।
যীশুর থাকা না থাকা নিয়ে কথা হয় আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাঁদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।’
তবে কি যীশুর অন্তর্ভুক্তির সংবাদটি শুধুই গুঞ্জন? না কি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খুলতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটি হয়েছিল।
‘তুফান’ সিনেমায় যীশুর অভিনয়ের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে তা বাংলা সিনেমার দর্শকদের জন্য সুখবর বলাই যায়।
প্রসঙ্গত, টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত পদচারণা এখন বলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে যীশু অভিনীত তেলেগু সিনেমা ‘সাইন্ধব’। এতে আরও অভিনয় করেছেন—ভেঙ্কটেশ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
সিনেমার পরবর্তী ঘোষণার অপেক্ষায় যখন সবাই তখন সামনে আসে নতুন গুঞ্জন! সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বেশ ক’টি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এরই মধ্যে তুফান–এ চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।
বড় বাজেটের এ সিনেমার যৌথ প্রযোজনায় আছে দেশের আলফা আই, চরকি ও টালিউডের এসভিএফ। গত ডিসেম্বরে এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়।
যীশুর থাকা না থাকা নিয়ে কথা হয় আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাঁদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।’
তবে কি যীশুর অন্তর্ভুক্তির সংবাদটি শুধুই গুঞ্জন? না কি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খুলতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটি হয়েছিল।
‘তুফান’ সিনেমায় যীশুর অভিনয়ের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে তা বাংলা সিনেমার দর্শকদের জন্য সুখবর বলাই যায়।
প্রসঙ্গত, টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত পদচারণা এখন বলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে যীশু অভিনীত তেলেগু সিনেমা ‘সাইন্ধব’। এতে আরও অভিনয় করেছেন—ভেঙ্কটেশ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৪ ঘণ্টা আগে