বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘কালবেলা’ নামে নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন ‘আধিয়ার’খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটি ২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি। ছবির কাজ শেষ করার আগেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জীবনের ইতি টানেন টুটুল। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন তিনি। এরপর বাকি অংশের কাজ করেন তাঁর সহধর্মিণী ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। তাঁর হাত ধরেই আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সাইদুল আনাম টুটুলের জীবনের শেষ ছবি ‘কালবেলা’।
মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। গল্পের প্রধান চরিত্র সানজিদার ভূমিকায় অভিনয় করেছেন তাহমিনা অথৈ। ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’খ্যাত অথৈর এটাই প্রথম চলচ্চিত্র।
অথৈ বলেন, ‘টুটুল ভাই ছিলেন আমার অভিভাবক। তাঁর হাত ধরেই আমার চলচ্চিত্রযাত্রা শুরু। আমরা অধীর হয়ে আছি ‘কালবেলা’র মুক্তির জন্য। একটি অসাধারণ গল্পের ছবি এটি।’
২০১৯ সালের ডিসেম্বরেই পুরোপুরি তৈরি হয়ে যায় ছবিটি। সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া যায়নি। এরই মধ্যে চলতি বছরের ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছবির সংগীত পরিচালক ফরিদ আহমেদ। না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিন্টু ও সুনীল নামের আরও দুজন অভিনেতা।
প্রযোজক মোবাশ্বেরা খানম জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে হল নিয়ে কথা হয়েছে। আলোচনা চলছে অন্যদের সঙ্গেও। ছবির মুক্তির তারিখ পেতে জমা দেওয়া হয়েছে প্রযোজক পরিবেশক সমিতিতে।
‘কালবেলা’ নামে নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন ‘আধিয়ার’খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটি ২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি। ছবির কাজ শেষ করার আগেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জীবনের ইতি টানেন টুটুল। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন তিনি। এরপর বাকি অংশের কাজ করেন তাঁর সহধর্মিণী ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। তাঁর হাত ধরেই আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সাইদুল আনাম টুটুলের জীবনের শেষ ছবি ‘কালবেলা’।
মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। গল্পের প্রধান চরিত্র সানজিদার ভূমিকায় অভিনয় করেছেন তাহমিনা অথৈ। ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’খ্যাত অথৈর এটাই প্রথম চলচ্চিত্র।
অথৈ বলেন, ‘টুটুল ভাই ছিলেন আমার অভিভাবক। তাঁর হাত ধরেই আমার চলচ্চিত্রযাত্রা শুরু। আমরা অধীর হয়ে আছি ‘কালবেলা’র মুক্তির জন্য। একটি অসাধারণ গল্পের ছবি এটি।’
২০১৯ সালের ডিসেম্বরেই পুরোপুরি তৈরি হয়ে যায় ছবিটি। সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া যায়নি। এরই মধ্যে চলতি বছরের ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছবির সংগীত পরিচালক ফরিদ আহমেদ। না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিন্টু ও সুনীল নামের আরও দুজন অভিনেতা।
প্রযোজক মোবাশ্বেরা খানম জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে হল নিয়ে কথা হয়েছে। আলোচনা চলছে অন্যদের সঙ্গেও। ছবির মুক্তির তারিখ পেতে জমা দেওয়া হয়েছে প্রযোজক পরিবেশক সমিতিতে।
২০০৩ সালে ‘বেনসন অ্যান্ড হেজেস’ আয়োজিত রিয়্যালিটি শো’ দিয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু হয়েছিল সংগীতশিল্পী রাশেদের। এরপর ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় মৌলিক গানের পর্বে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি গেয়ে পরিচিতি পান তিনি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এ ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকবৃন
১২ ঘণ্টা আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে ‘গ্লোবাল উইমেনস ফোরামে’ অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া...
১৮ ঘণ্টা আগেসম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
১ দিন আগে