বিনোদন ডেস্ক
কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
প্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
এই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।
কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
প্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
এই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
৬ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৫ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১৬ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১৭ ঘণ্টা আগে