বিনোদন প্রতিবেদক
ঢাকা: অভিনেত্রী জয়া আহসানের বান্ধবী নাঈমা মেহরিন। তিন মেয়ে তাঁর। বড় মেয়ের ২১, মেজো ১৯ আর ছোট মেয়ের বয়স ১৩ বছর। ভরা সংসার নাঈমার। সংসার-সন্তানকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু করোনা কেড়ে নিলো সব।
মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী নাঈমা। শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে, আইসিইউ কাটিয়ে, গত ৩১ মার্চ তিনি মারা যান। জয়া আহসান জানাচ্ছেন, ‘নাঈমা ও তাঁর বৃদ্ধা মা একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সেবা করতে গিয়ে সে নিজের প্রতি অতটা খেয়াল রাখেনি। তাঁর মূল চিন্তা ছিল কীভাবে মাকে সুস্থ করা যায়! শেষ পর্যন্ত মা সুস্থ হয়। কিন্তু নাঈমাকে বাঁচানো যায়নি।’
উন্নত চিকিৎসার জন্য নাঈমাকে একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর মারা যান তিনি। নাঈমাকে হারিয়ে অথৈ সাগরে তাঁর পরিবার। শোকের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বড় অংকের হাসপাতাল খরচ। নাঈমার পরিবার সূত্রে জানা গেছে, মোট চিকিৎসা খরচ দাঁড়িয়েছে চার লাখ ডলার। পরিবারের যা সঞ্চয় ছিল, সেখান থেকে দেড় লাখ ডলার শোধ করতে পেরেছেন। বাকি আছে আরো তিন লাখ ডলার।
এ বিরাট অংকের বকেয়া শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অভিনেত্রী জয়া আহসান তাই এগিয়ে এসেছেন। বিত্তবানদের কাছে তিনি অনুরোধ করছেন, এ পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বান্ধবী নাঈমা মেহরিনের জন্য আমি অর্থ সংগ্রহ করছি। তিন কন্যাসন্তানকে রেখে সে চলে গেছে। বিরাট অংকের চিকিৎসা খরচ বকেয়া। পরিবারটি খুবই বিপদে আছে।’
নাঈমার পরিবারকে সাহায্য করার জন্য একটি লিংক ও ফোন নাম্বার দিয়েছেন জয়া আহসান।
ঢাকা: অভিনেত্রী জয়া আহসানের বান্ধবী নাঈমা মেহরিন। তিন মেয়ে তাঁর। বড় মেয়ের ২১, মেজো ১৯ আর ছোট মেয়ের বয়স ১৩ বছর। ভরা সংসার নাঈমার। সংসার-সন্তানকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু করোনা কেড়ে নিলো সব।
মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী নাঈমা। শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে, আইসিইউ কাটিয়ে, গত ৩১ মার্চ তিনি মারা যান। জয়া আহসান জানাচ্ছেন, ‘নাঈমা ও তাঁর বৃদ্ধা মা একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সেবা করতে গিয়ে সে নিজের প্রতি অতটা খেয়াল রাখেনি। তাঁর মূল চিন্তা ছিল কীভাবে মাকে সুস্থ করা যায়! শেষ পর্যন্ত মা সুস্থ হয়। কিন্তু নাঈমাকে বাঁচানো যায়নি।’
উন্নত চিকিৎসার জন্য নাঈমাকে একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর মারা যান তিনি। নাঈমাকে হারিয়ে অথৈ সাগরে তাঁর পরিবার। শোকের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বড় অংকের হাসপাতাল খরচ। নাঈমার পরিবার সূত্রে জানা গেছে, মোট চিকিৎসা খরচ দাঁড়িয়েছে চার লাখ ডলার। পরিবারের যা সঞ্চয় ছিল, সেখান থেকে দেড় লাখ ডলার শোধ করতে পেরেছেন। বাকি আছে আরো তিন লাখ ডলার।
এ বিরাট অংকের বকেয়া শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অভিনেত্রী জয়া আহসান তাই এগিয়ে এসেছেন। বিত্তবানদের কাছে তিনি অনুরোধ করছেন, এ পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বান্ধবী নাঈমা মেহরিনের জন্য আমি অর্থ সংগ্রহ করছি। তিন কন্যাসন্তানকে রেখে সে চলে গেছে। বিরাট অংকের চিকিৎসা খরচ বকেয়া। পরিবারটি খুবই বিপদে আছে।’
নাঈমার পরিবারকে সাহায্য করার জন্য একটি লিংক ও ফোন নাম্বার দিয়েছেন জয়া আহসান।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৩ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৪ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৪ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
৪ ঘণ্টা আগে