‘জাহানারা’য় যেমন তাঁরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০১: ১৫

অভিনেতা আবদুন নূর সজলের ক্যারিয়ার অনেকদিনের। এত বছর পর প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। নাম ‘জাহানারা’। এতে সজলকে দেখা যাবে আসিফ মাস্টার চরিত্রে, যিনি প্রত্যন্ত জেলেপল্লির উন্নয়নে কাজ করেন। শুটিং শেষে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল ‘জাহানারা’র প্রিমিয়ার শো।

‘জাহানারা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যসিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন, সংলাপ লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সজল ছাড়াও এতে অভিনয় করেছেন সাজিয়া হক মিমি, শাকিলা পারভিন, প্রাণ রায়, কাজী উজ্জল প্রমুখ। গত বছরের ডিসেম্বরে কুয়াকাটায় শুরু হয় ‘জাহানারা’র শুটিং।

নির্মাতা অনন্য মামুন বলেন, একটি জেলে পল্লী ও এর অগ্রযাত্রায় এক নারীর ভুমিকা নিয়ে জাহানারার গল্প। আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে।’

‘জাহানারা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যসজল বলেন, ‘জাহানারা আমাদের অনেক কষ্টের একটি ফল। প্রিমিয়ার দেখে অনেকেই প্রশংসা করেছেন। এটা সত্যিই ভালো লাগার।’

ছবিটি মুক্তির বিষয়ে নির্মাতা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর দেশীয় কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘জাহানারা’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত