বিনোদন ডেস্ক
‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘টেকওয়ান’– কলকাতার পরিচালক মৈনাক ভৌমিকের জনপ্রিয় সিনেমার সংখ্যা অনেক। আলোচিত এই পরিচালকের খুব কাছের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়। মৈনাকের বেশিরভাগ সিনেমায় স্বস্তিকার দেখা পাওয়া যায়।
মৈনাকের সর্বশেষ ছবি ‘চিনি’ মুক্তি পেয়েছিল গত বছর। এবার নতুন ছবির গল্প ফেঁদেছেন তিনি। নাম দিয়েছেন ‘চিনি’র সঙ্গে মিলিয়েই– ‘মিনি’। তবে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা নয়, মিমি চক্রবর্তী। এটাই হতে যাচ্ছে এই নির্মাতা–অভিনেত্রীর একসঙ্গে প্রথম কাজ।
‘মিনি’ ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। তাঁর কাছে দুটো প্রশ্ন–
প্রশ্ন এক: ছবিটির গল্প কেমন?
দায়িত্ববান হওয়ার গল্প। মূল্যবোধের গল্প। ছবিতে আমি যে চরিত্রটা করছি ঘটনাচক্রে তার কাঁধে একটি বড় দায়িত্ব এসে পড়ে। কীভাবে সবকিছু সামাল দেবে, তা নিয়ে গল্প। আধুনিকমনস্ক হওয়ার পাশাপাশি পরিবারের গুরুত্ব বোঝার বিষয়টি আছে গল্পে।
প্রশ্ন দুই: পরিচালক মৈনাকের স্পেশালিটি কী?
মৈনাকদা যখন ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ বানিয়েছিল, তখন এমন নারীকেন্দ্রীক ছবির চল ছিল না। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছবির ভাবনা সাজায় মৈনাকদা। নারী চরিত্র লেখে যত্ন করে। সেটাই ভালো লাগে।
রাজনৈতিক ব্যস্ততার কারনে সপ্তাহখানিক দিল্লীতে ছিলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন। অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’–এর শুটিং শুরু হবে। তাতে অভিনয় করবেন মিমি। সেজন্য নিতে হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ। তারপর শুরু হবে ‘মিনি’ ছবির শুটিং।
‘মিনি’র গল্প অনেকদিন ধরেই ঘুরছে মৈনাকের মাথায়। মিমি যখন ‘ক্রিসক্রস’ ছবির শুটিং করছিলেন, তখনই গল্পটি শুনিয়েছিলেন তাঁকে। মিমির ভালো লেগেছিলো। ছবিটি করবেন বলে জানিয়েছিলেন। তারপর নানান প্রস্তুতি শেষ করে, অবশেষে শুটিংয়ের পথে মৈনাকের নতুন ছবি ‘মিনি’।
দুটো প্রশ্ন পরিচালক মৈনাকের কাছেও–
প্রশ্ন এক: মিমি অভিনীত কোন ছবি সবচেয়ে ভালো লাগে?
‘বোঝেনা সে বোঝেনা’ আর ‘ড্রাকুলা স্যার’। তাঁর অভিনীত সিরিয়াল ‘গানের ওপারে’–ও ভালো লাগে।
প্রশ্ন দুই: প্রথমবার কোনো সাংসদকে নিয়ে শুটিং করার ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখছেন?
আমি পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ। টেনশন হবে যে, মিমির সামনে কী বলে ফেলবো! আবার মজাও আছে। সংসদের ভেতরে কী কী হয়, সে সব আমি ওকে জিজ্ঞেস করবো। টালিউডের চেয়ে সংসদে বেশি পলিটিক্স হয় কিনা, জানা দরকার।
‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘টেকওয়ান’– কলকাতার পরিচালক মৈনাক ভৌমিকের জনপ্রিয় সিনেমার সংখ্যা অনেক। আলোচিত এই পরিচালকের খুব কাছের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়। মৈনাকের বেশিরভাগ সিনেমায় স্বস্তিকার দেখা পাওয়া যায়।
মৈনাকের সর্বশেষ ছবি ‘চিনি’ মুক্তি পেয়েছিল গত বছর। এবার নতুন ছবির গল্প ফেঁদেছেন তিনি। নাম দিয়েছেন ‘চিনি’র সঙ্গে মিলিয়েই– ‘মিনি’। তবে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা নয়, মিমি চক্রবর্তী। এটাই হতে যাচ্ছে এই নির্মাতা–অভিনেত্রীর একসঙ্গে প্রথম কাজ।
‘মিনি’ ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। তাঁর কাছে দুটো প্রশ্ন–
প্রশ্ন এক: ছবিটির গল্প কেমন?
দায়িত্ববান হওয়ার গল্প। মূল্যবোধের গল্প। ছবিতে আমি যে চরিত্রটা করছি ঘটনাচক্রে তার কাঁধে একটি বড় দায়িত্ব এসে পড়ে। কীভাবে সবকিছু সামাল দেবে, তা নিয়ে গল্প। আধুনিকমনস্ক হওয়ার পাশাপাশি পরিবারের গুরুত্ব বোঝার বিষয়টি আছে গল্পে।
প্রশ্ন দুই: পরিচালক মৈনাকের স্পেশালিটি কী?
মৈনাকদা যখন ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ বানিয়েছিল, তখন এমন নারীকেন্দ্রীক ছবির চল ছিল না। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছবির ভাবনা সাজায় মৈনাকদা। নারী চরিত্র লেখে যত্ন করে। সেটাই ভালো লাগে।
রাজনৈতিক ব্যস্ততার কারনে সপ্তাহখানিক দিল্লীতে ছিলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন। অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’–এর শুটিং শুরু হবে। তাতে অভিনয় করবেন মিমি। সেজন্য নিতে হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ। তারপর শুরু হবে ‘মিনি’ ছবির শুটিং।
‘মিনি’র গল্প অনেকদিন ধরেই ঘুরছে মৈনাকের মাথায়। মিমি যখন ‘ক্রিসক্রস’ ছবির শুটিং করছিলেন, তখনই গল্পটি শুনিয়েছিলেন তাঁকে। মিমির ভালো লেগেছিলো। ছবিটি করবেন বলে জানিয়েছিলেন। তারপর নানান প্রস্তুতি শেষ করে, অবশেষে শুটিংয়ের পথে মৈনাকের নতুন ছবি ‘মিনি’।
দুটো প্রশ্ন পরিচালক মৈনাকের কাছেও–
প্রশ্ন এক: মিমি অভিনীত কোন ছবি সবচেয়ে ভালো লাগে?
‘বোঝেনা সে বোঝেনা’ আর ‘ড্রাকুলা স্যার’। তাঁর অভিনীত সিরিয়াল ‘গানের ওপারে’–ও ভালো লাগে।
প্রশ্ন দুই: প্রথমবার কোনো সাংসদকে নিয়ে শুটিং করার ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখছেন?
আমি পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ। টেনশন হবে যে, মিমির সামনে কী বলে ফেলবো! আবার মজাও আছে। সংসদের ভেতরে কী কী হয়, সে সব আমি ওকে জিজ্ঞেস করবো। টালিউডের চেয়ে সংসদে বেশি পলিটিক্স হয় কিনা, জানা দরকার।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে