বিনোদন ডেস্ক
‘পুষ্পা’ বললে এখন একটাই নাম বোঝায়, আল্লু আর্জুন। ছবিটিতে অভিনয় দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী এই সুপারস্টার। একইভাবে বিজয় দেবেরাকোন্ডাও ‘অর্জুন রেড্ডি’ দিয়ে দর্শকদের মন কেড়েছেন। আর দক্ষিণী সুপারস্টারদের একের পর এক জনপ্রিয় ছবি দেখে বলিউডের পরিচালকেরা তাঁদের পেছনে লগ্নি করতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।
প্রভাস কিংবা দুলকার সালমান এই সুযোগ কাজে লাগালেও ফিরিয়েও দিয়েছেন কেউ কেউ। বলিউড ফিল্ম প্রত্যাখ্যান করা দক্ষিণী সুপারস্টারদের তালিকায় প্রথমেই রয়েছেন আল্লু আর্জুন। তুমুল দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমার দীর্ঘ তালিকা আছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বলিউডের বেশ লোভনীয় এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সালমান খানকে নেওয়ার আগে ‘বজরঙ্গি ভাইজান’ এর জন্য আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কবির খান। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে ছবিতে সাইন করতে পারেননি বলে জানা গেছে।
‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে ‘পুষ্পা’র আরেক তারকা রাশমিকা মান্দানার। তবে তার আগে, তাঁকে শহীদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হিসেবে রাশমিকার ভাষ্য, ‘আর্ট ফিল্ম করার জন্য প্রস্তুত নই আমি। এখনো কমার্শিয়াল ছবি করছি। আমি যদি একটি চলচ্চিত্রের অংশ হই, তবে এটিতে আমাকে পুরোটা দিতে হবে। আমি এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না, যেখানে আমি মনে করি যে আমি অনেক কিছু দিতে পারি না। আমি মনে করি নির্মাতাদের আরও বেশি প্রাপ্য।’
দক্ষিণী আরেক নামী অভিনয় শিল্পী নয়নতারা রীতিমতো শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন! ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানটিতে নাচের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিগিল খ্যাত এই তারকা।
‘লাইগার’-এর আগে, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে ‘ডিয়ার কমরেড’-এর হিন্দি রিমেকের প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, করণ জোহর প্রায় ৬ কোটি টাকায় ডিয়ার কমরেডের স্বত্ব কিনেছিলেন। বিজয় তাঁর নিজের ব্লকবাস্টার ফিল্মটির রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘একই গল্প দুবার বলার কোনো অর্থ দেখি না। তা ছাড়া, ছবিতে আবার পুরোপুরি আবেগ দিতেও পারব না।’
‘পুষ্পা’ বললে এখন একটাই নাম বোঝায়, আল্লু আর্জুন। ছবিটিতে অভিনয় দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী এই সুপারস্টার। একইভাবে বিজয় দেবেরাকোন্ডাও ‘অর্জুন রেড্ডি’ দিয়ে দর্শকদের মন কেড়েছেন। আর দক্ষিণী সুপারস্টারদের একের পর এক জনপ্রিয় ছবি দেখে বলিউডের পরিচালকেরা তাঁদের পেছনে লগ্নি করতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।
প্রভাস কিংবা দুলকার সালমান এই সুযোগ কাজে লাগালেও ফিরিয়েও দিয়েছেন কেউ কেউ। বলিউড ফিল্ম প্রত্যাখ্যান করা দক্ষিণী সুপারস্টারদের তালিকায় প্রথমেই রয়েছেন আল্লু আর্জুন। তুমুল দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমার দীর্ঘ তালিকা আছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বলিউডের বেশ লোভনীয় এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সালমান খানকে নেওয়ার আগে ‘বজরঙ্গি ভাইজান’ এর জন্য আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কবির খান। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে ছবিতে সাইন করতে পারেননি বলে জানা গেছে।
‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে ‘পুষ্পা’র আরেক তারকা রাশমিকা মান্দানার। তবে তার আগে, তাঁকে শহীদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হিসেবে রাশমিকার ভাষ্য, ‘আর্ট ফিল্ম করার জন্য প্রস্তুত নই আমি। এখনো কমার্শিয়াল ছবি করছি। আমি যদি একটি চলচ্চিত্রের অংশ হই, তবে এটিতে আমাকে পুরোটা দিতে হবে। আমি এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না, যেখানে আমি মনে করি যে আমি অনেক কিছু দিতে পারি না। আমি মনে করি নির্মাতাদের আরও বেশি প্রাপ্য।’
দক্ষিণী আরেক নামী অভিনয় শিল্পী নয়নতারা রীতিমতো শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন! ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানটিতে নাচের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিগিল খ্যাত এই তারকা।
‘লাইগার’-এর আগে, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে ‘ডিয়ার কমরেড’-এর হিন্দি রিমেকের প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, করণ জোহর প্রায় ৬ কোটি টাকায় ডিয়ার কমরেডের স্বত্ব কিনেছিলেন। বিজয় তাঁর নিজের ব্লকবাস্টার ফিল্মটির রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘একই গল্প দুবার বলার কোনো অর্থ দেখি না। তা ছাড়া, ছবিতে আবার পুরোপুরি আবেগ দিতেও পারব না।’
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে