বিনোদন প্রতিবেদক, ঢাকা
সারা বিশ্বের বক্স অফিসে চলছে হলিউড সিনেমার উন্মাদনা। হলিউডের গ্রীষ্মকালীন মৌসুমে লড়াই করছে তিনটি বড় বাজেটের সিনেমা। বিশ্বজুড়ে একসঙ্গে দাপট দেখাচ্ছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’, প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। বিশ্বের প্রতিটি দেশের বক্স অফিস নিয়ন্ত্রণ করলেও দেশের সিনেপ্লেক্সগুলোতে হলিউড সিনেমাকে পেছনে ফেলে দাপট দেখাচ্ছে বাংলা সিনেমা।
স্টার সিনেপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে তাদের গত জুলাই মাসের হিসাব। সেখানে সেরা ১০টি সিনেমার প্রথম দুটিসহ তিনটি সিনেমায় বাংলা ভাষার। দেশের সিনেপ্লেক্সগুলো সব সময় হলিউড সিনেমার নিয়ন্ত্রণে থাকলেও সেই হিসাব যেন পাল্টে দিয়েছে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো।
সেরার তালিকার প্রথমে অবস্থান করছে রায়হান রাফী পরিচালিত আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’। তালিকার পরের তিনটি স্থান পর্যায়ক্রমে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ ও ‘বার্বি’র দখলেও থাকলেও ষষ্ঠ অবস্থানে রয়েছে পরিচালক চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলোতে প্রথম থেকেই আমরা বেশ সাড়া পেয়েছিলাম। তাই আমরা প্রতিটি সিনেমারই সর্বোচ্চসংখ্যক শো দেওয়ার চেষ্টা করে গেছি। কিন্তু ষষ্ঠ সপ্তাহে এসেও এখনো শো প্রায় হাউসফুল যাওয়া বাংলা সিনেমার সুদিনের আভাস দিচ্ছে বলে আমরা মনে করি।’
এ ছাড়া দেশের আরেকটি জনপ্রিয় সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়ে হলিউডের তিনটি সিনেমার পাশাপাশি এখনো দাপট দেখাচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হলিউডের তিনটি বড় সিনেমা মুক্তি পেলেও এখনো আমরা ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমাতে বেশি সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত হিসেব অনুযায়ী আমাদের এখানে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ এগিয়ে আছে। এর পরের অবস্থান হলিউড সিনেমা ‘বার্বি’র।’
এবারের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে ২৮টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় দিনে ৩৩ শোও চলেছে সিনেমাটির। সবগুলো শোই গেছে হাউসফুল। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
এ ছাড়া এবারের ঈদে রেকর্ড-সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’। সারা বাংলাদেশে ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০ টির বেশি শো চলেছে। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
সারা বিশ্বের বক্স অফিসে চলছে হলিউড সিনেমার উন্মাদনা। হলিউডের গ্রীষ্মকালীন মৌসুমে লড়াই করছে তিনটি বড় বাজেটের সিনেমা। বিশ্বজুড়ে একসঙ্গে দাপট দেখাচ্ছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’, প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। বিশ্বের প্রতিটি দেশের বক্স অফিস নিয়ন্ত্রণ করলেও দেশের সিনেপ্লেক্সগুলোতে হলিউড সিনেমাকে পেছনে ফেলে দাপট দেখাচ্ছে বাংলা সিনেমা।
স্টার সিনেপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে তাদের গত জুলাই মাসের হিসাব। সেখানে সেরা ১০টি সিনেমার প্রথম দুটিসহ তিনটি সিনেমায় বাংলা ভাষার। দেশের সিনেপ্লেক্সগুলো সব সময় হলিউড সিনেমার নিয়ন্ত্রণে থাকলেও সেই হিসাব যেন পাল্টে দিয়েছে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো।
সেরার তালিকার প্রথমে অবস্থান করছে রায়হান রাফী পরিচালিত আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’। তালিকার পরের তিনটি স্থান পর্যায়ক্রমে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ ও ‘বার্বি’র দখলেও থাকলেও ষষ্ঠ অবস্থানে রয়েছে পরিচালক চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলোতে প্রথম থেকেই আমরা বেশ সাড়া পেয়েছিলাম। তাই আমরা প্রতিটি সিনেমারই সর্বোচ্চসংখ্যক শো দেওয়ার চেষ্টা করে গেছি। কিন্তু ষষ্ঠ সপ্তাহে এসেও এখনো শো প্রায় হাউসফুল যাওয়া বাংলা সিনেমার সুদিনের আভাস দিচ্ছে বলে আমরা মনে করি।’
এ ছাড়া দেশের আরেকটি জনপ্রিয় সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়ে হলিউডের তিনটি সিনেমার পাশাপাশি এখনো দাপট দেখাচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হলিউডের তিনটি বড় সিনেমা মুক্তি পেলেও এখনো আমরা ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমাতে বেশি সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত হিসেব অনুযায়ী আমাদের এখানে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ এগিয়ে আছে। এর পরের অবস্থান হলিউড সিনেমা ‘বার্বি’র।’
এবারের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে ২৮টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় দিনে ৩৩ শোও চলেছে সিনেমাটির। সবগুলো শোই গেছে হাউসফুল। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
এ ছাড়া এবারের ঈদে রেকর্ড-সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’। সারা বাংলাদেশে ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০ টির বেশি শো চলেছে। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
১ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৪ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৬ ঘণ্টা আগে