বিনোদন ডেস্ক
এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’।
আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।
জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।
অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।
এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’।
আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।
জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।
অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
২০ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
২০ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২০ ঘণ্টা আগে