Ajker Patrika

অনুদানের সিনেমায় সুবর্ণা মজুমদার

বিনোদন প্রতিবেদক, ঢাকা­­­­
সুবর্ণা মজুমদার। ছবি: সংগৃহীত
সুবর্ণা মজুমদার। ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।

এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।

সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’

টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত