জামালপুরে আছেন শাকিব ও পূজা
এস এ হক অলিকের ‘গলুই’ ছবির শুটিং করতে নায়ক শাকিব খান এখন জামালপুরে। ৩০ অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে সেখানে। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে শুটিং করেছেন ছবির নায়িকা পূজা চেরী। সেখানকার কাজ শেষে পুরো ইউনিট এখন জামালপুরে। টানা ২০ দিন এই ছবির কাজ শেষে শাকিব ফিরবেন ঢাকায়। পরিচালক এস এ হক অলিক বলেন, ‘দুর্গম এলাকায় ছবির শুটিং হচ্ছে। ওই অঞ্চলে আগে কখনোই কোনো ছবির শুটিং হয়নি।’
পাবনায় মিশা, শুভ, অপু ও জয়
‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির শুটিং করতে অপু বিশ্বাস আছেন পাবনায়। সোলায়মান আলী লেবু পরিচালিত এ ছবিতে অপু থাকছেন নায়ক জয় চৌধুরীর বিপরীতে। পাবনার ঈশ্বরদীতে টানা ১২ দিন শুটিং হবে। এরপর ঢাকায় ফিরে তিন-চার দিনের কাজ করলে শুটিং পর্ব শেষ হবে। পরিচালক জানান, গল্পের প্রয়োজনেই এমন একটা মফস্বল দরকার ছিল। নায়ক জয় জানান, ২৯ সেপ্টেম্বর পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজে শুটিং হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা সওদাগর।
অন্যদিকে, ‘নূর’ ছবির গল্পটাই পাবনা শহরের। শহরতলির ছিমছাম মন্থর জীবনের সাধারণ প্রেমের গল্প। তাই ছবির শুটিংয়ের জন্যও পুরো ইউনিট নিয়ে পরিচালক রায়হান রাফি গিয়েছেন পাবনায়। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। নামভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। আপাতত ২০ দিনের শিডিউল আছে। তবে কাজের প্রয়োজনে শুটিংয়ের দিন বাড়তে পারে। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ।
গাজীপুরে মৌসুমী-আহমেদ রুবেল, সাইমন-মাহি
গাজীপুরে ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘দেশান্তর’ ছবির শুটিং, চলবে এই মাসের মাঝ অবধি। কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। উপন্যাসের প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা আহমেদ রুবেল। মৌসুমী আরও অভিনয় করছেন ‘ভাঙন’ ও ‘সোনার চর’ ছবিতে। গত এক মাসে এসব ছবির শুটিংয়ে ঢাকার বাইরেই সময় কাটাতে হচ্ছে মৌসুমীকে। তিনি বলেন, ‘গ্রামীণ পটভূমির গল্প। তাই গ্রামেই শুটিং করতে হচ্ছে।’
নির্মাতা শামীম আহমেদ রনি গাজীপুরে শুটিং করছেন ‘নরসুন্দরী’ চলচ্চিত্রের। ছবির গল্প এগিয়েছে হিন্দু-মুসলিমের প্রেমের দ্বন্দ্ব নিয়ে। ছবিতে চিত্রনায়ক সাইমন অভিনয় করেছেন মাঝির চরিত্রে। শুটিং হচ্ছে নদীর ধারে। তার সঙ্গে প্রেম হয় গ্রামের দরিদ্র হিন্দু ঘরের মেয়ে মাহির। ছবিতে তাঁর নাম আরতি। মাহিয়া মাহি অভিনয় করছেন নরসুন্দরীর চরিত্রে। মেয়ে হয়েও গ্রামে সেলুন চালায়। ছেলেরা সেখানে আসে চুল কাটাতে। সেটা নিয়েই তৈরি হয় নানা ঝামেলা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেলুন রক্ষা পায়। বর্তমানে শুটিং চলছে গাজীপুরে। ৩০ সেপ্টেম্বর এই লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাইমন-মাহি। পাঁচ দিনের বিরতি দিয়ে আবার ছুটবেন সেখানে। শুরু হবে পরের লটের শুটিং।
শান্ত-কৌশানী চাঁদপুরে
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ছবির নাম ‘প্রিয়া রে’। পরিচালনায় পূজন মজুমদার। গত ২৮ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হয়েছে শুটিং। ছবিতে শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন কৌশানী। কৌশানী বলেন, ‘নিজের দেশ থেকে আরেক দেশে শুটিং করতে এলাম। কিন্তু মনে হচ্ছে না অন্য দেশে এসেছি। একই ভাষা, একই রকম মানুষ, একই রকম আচরণ। পার্থক্য শুধু দেশের নামে।’ শুধু কৌশানী নন, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই ছবিতে অভিনয় করছেন। চাঁদপুরেই হবে তাঁদের শুটিং। নায়ক শান্ত খান বলেন, ‘গল্পটাই মফস্বলের। আর এই জায়গাটা গল্পের সঙ্গে মিলে যায়, তাই এখানে শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।’
ব্রাহ্মণবাড়িয়া যাবেন পরীমণি ও শরিফুল রাজ
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন পরীমণি ও শরিফুল রাজ। ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে। নির্মাতা জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া এক বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হয়েছে। ১০ অক্টোবর থেকে শুটিং হবে। সেখানে কাজ শেষে ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই ওয়েব ছবিটি।
ঠাকুরগাঁওয়ে শুটিংয়ে ‘১৯৭১ সেইসব দিন’
২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ ছবির চলতি লটের কাজ। এই মাসের শেষের দিকেই আবার শেষ লটের কাজ শুরু হওয়ার কথা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সরকারি অনুদানের এই ছবির শুটিং হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটি গ্রামে। অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হৃদি হক। সিনেমাটির গল্প ভাবনা ড. ইনামুল হকের। হৃদি হক বলেন, ‘১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই ছবির গল্প। অনেক বড় আয়োজনে শুটিং হচ্ছে।’
জামালপুরে আছেন শাকিব ও পূজা
এস এ হক অলিকের ‘গলুই’ ছবির শুটিং করতে নায়ক শাকিব খান এখন জামালপুরে। ৩০ অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে সেখানে। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে শুটিং করেছেন ছবির নায়িকা পূজা চেরী। সেখানকার কাজ শেষে পুরো ইউনিট এখন জামালপুরে। টানা ২০ দিন এই ছবির কাজ শেষে শাকিব ফিরবেন ঢাকায়। পরিচালক এস এ হক অলিক বলেন, ‘দুর্গম এলাকায় ছবির শুটিং হচ্ছে। ওই অঞ্চলে আগে কখনোই কোনো ছবির শুটিং হয়নি।’
পাবনায় মিশা, শুভ, অপু ও জয়
‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির শুটিং করতে অপু বিশ্বাস আছেন পাবনায়। সোলায়মান আলী লেবু পরিচালিত এ ছবিতে অপু থাকছেন নায়ক জয় চৌধুরীর বিপরীতে। পাবনার ঈশ্বরদীতে টানা ১২ দিন শুটিং হবে। এরপর ঢাকায় ফিরে তিন-চার দিনের কাজ করলে শুটিং পর্ব শেষ হবে। পরিচালক জানান, গল্পের প্রয়োজনেই এমন একটা মফস্বল দরকার ছিল। নায়ক জয় জানান, ২৯ সেপ্টেম্বর পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজে শুটিং হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা সওদাগর।
অন্যদিকে, ‘নূর’ ছবির গল্পটাই পাবনা শহরের। শহরতলির ছিমছাম মন্থর জীবনের সাধারণ প্রেমের গল্প। তাই ছবির শুটিংয়ের জন্যও পুরো ইউনিট নিয়ে পরিচালক রায়হান রাফি গিয়েছেন পাবনায়। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। নামভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। আপাতত ২০ দিনের শিডিউল আছে। তবে কাজের প্রয়োজনে শুটিংয়ের দিন বাড়তে পারে। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ।
গাজীপুরে মৌসুমী-আহমেদ রুবেল, সাইমন-মাহি
গাজীপুরে ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘দেশান্তর’ ছবির শুটিং, চলবে এই মাসের মাঝ অবধি। কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। উপন্যাসের প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা আহমেদ রুবেল। মৌসুমী আরও অভিনয় করছেন ‘ভাঙন’ ও ‘সোনার চর’ ছবিতে। গত এক মাসে এসব ছবির শুটিংয়ে ঢাকার বাইরেই সময় কাটাতে হচ্ছে মৌসুমীকে। তিনি বলেন, ‘গ্রামীণ পটভূমির গল্প। তাই গ্রামেই শুটিং করতে হচ্ছে।’
নির্মাতা শামীম আহমেদ রনি গাজীপুরে শুটিং করছেন ‘নরসুন্দরী’ চলচ্চিত্রের। ছবির গল্প এগিয়েছে হিন্দু-মুসলিমের প্রেমের দ্বন্দ্ব নিয়ে। ছবিতে চিত্রনায়ক সাইমন অভিনয় করেছেন মাঝির চরিত্রে। শুটিং হচ্ছে নদীর ধারে। তার সঙ্গে প্রেম হয় গ্রামের দরিদ্র হিন্দু ঘরের মেয়ে মাহির। ছবিতে তাঁর নাম আরতি। মাহিয়া মাহি অভিনয় করছেন নরসুন্দরীর চরিত্রে। মেয়ে হয়েও গ্রামে সেলুন চালায়। ছেলেরা সেখানে আসে চুল কাটাতে। সেটা নিয়েই তৈরি হয় নানা ঝামেলা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেলুন রক্ষা পায়। বর্তমানে শুটিং চলছে গাজীপুরে। ৩০ সেপ্টেম্বর এই লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাইমন-মাহি। পাঁচ দিনের বিরতি দিয়ে আবার ছুটবেন সেখানে। শুরু হবে পরের লটের শুটিং।
শান্ত-কৌশানী চাঁদপুরে
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ছবির নাম ‘প্রিয়া রে’। পরিচালনায় পূজন মজুমদার। গত ২৮ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হয়েছে শুটিং। ছবিতে শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন কৌশানী। কৌশানী বলেন, ‘নিজের দেশ থেকে আরেক দেশে শুটিং করতে এলাম। কিন্তু মনে হচ্ছে না অন্য দেশে এসেছি। একই ভাষা, একই রকম মানুষ, একই রকম আচরণ। পার্থক্য শুধু দেশের নামে।’ শুধু কৌশানী নন, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই ছবিতে অভিনয় করছেন। চাঁদপুরেই হবে তাঁদের শুটিং। নায়ক শান্ত খান বলেন, ‘গল্পটাই মফস্বলের। আর এই জায়গাটা গল্পের সঙ্গে মিলে যায়, তাই এখানে শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।’
ব্রাহ্মণবাড়িয়া যাবেন পরীমণি ও শরিফুল রাজ
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন পরীমণি ও শরিফুল রাজ। ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে। নির্মাতা জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া এক বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হয়েছে। ১০ অক্টোবর থেকে শুটিং হবে। সেখানে কাজ শেষে ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই ওয়েব ছবিটি।
ঠাকুরগাঁওয়ে শুটিংয়ে ‘১৯৭১ সেইসব দিন’
২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ ছবির চলতি লটের কাজ। এই মাসের শেষের দিকেই আবার শেষ লটের কাজ শুরু হওয়ার কথা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সরকারি অনুদানের এই ছবির শুটিং হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটি গ্রামে। অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হৃদি হক। সিনেমাটির গল্প ভাবনা ড. ইনামুল হকের। হৃদি হক বলেন, ‘১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই ছবির গল্প। অনেক বড় আয়োজনে শুটিং হচ্ছে।’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৬ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১১ ঘণ্টা আগে