Ajker Patrika

‘টান’-এর ঝলকে টানটান চমক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০: ২০
‘টান’-এর ঝলকে টানটান চমক

পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান

লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মারো টান…

গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। সপ্তাহ শেষে দর্শকদের দারুণ এই সারপ্রাইজ দিয়েছে চরকি।

চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি। অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওটি দেখে যেন মন ভরল না!

‘টান’ ওয়েব ফিল্মের দৃশ্যে বুবলীর‍্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে। প্রথমবারের মতো চরকির জন্য জুটি বেঁধেছেন হালের ব্যস্ততম এই নায়ক-নায়িকা। তাঁদের দুজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। রায়হান রাফি পরিচালিত ‘টান’ চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা।

টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে বোঝা যাচ্ছে টান হতে চলেছে এ বছরের অন্যতম আলোচিত কনটেন্ট।

‘টান’ ওয়েব ফিল্মের দৃশ্যে বুবলীঅবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।

এমনই গল্প নিয়ে বানানো হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘টান’। আর হ্যাঁ, ‘টান’ কবে মুক্তি পাচ্ছে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত