বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।
বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৯ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৯ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৯ ঘণ্টা আগে