বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাদা চুল-দাড়ি। পাঞ্জাবি-পাজামা পরা এক বৃদ্ধ ভীষণ ব্যস্ত রাস্তায়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যাঁরা রাস্তা পার হচ্ছেন, বৃদ্ধ তাঁদের বাধা দিচ্ছেন। বোঝাচ্ছেন— ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে অনুরোধ করছেন।
তাঁর অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ। কেউ কথা না শুনে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না বৃদ্ধ। আন্তরিকভাবে লোকজনকে বলছেন, ‘এই যে দ্যাখেন, আমরা যদি সবাই ওভার ব্রিজ ব্যবহার করি, তাহলে তো দুর্ঘটনার হাত থেকে তো বাঁচতে পারি।’
সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন; মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।
লোকজনকে শুধু সচেতনই করেননি মীর সাব্বির। যাঁরা তাঁর কথামতো ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছেন, তাঁদের উপহার হিসেবে ‘রাত জাগা ফুল’ ছবির টিকিট দিয়েছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘পুরস্কার হিসেবে আমার সিনেমার ফ্রি টিকিট দেওয়াটা ছিল একটা ছোট্ট প্রয়াস। মাথায় ছিল সচেতনতা আর নিরাপত্তার দিকটা। আমার সিনেমায় এ মা, মাটি ও মানুষের চিত্রই ফুটে উঠেছে।’
বৃদ্ধবেশে প্রচারণার একপর্যায়ে আলগা চুল-দাড়ি খুলে ফেলেন মীর সাব্বির। তখন লোকজন তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি। একটি বিশেষ চরিত্রে আছেন মীর সাব্বির নিজেও।
দেখুন মীর সাব্বিরের ভিন্নধর্মী প্রচারণার ভিডিও:
সাদা চুল-দাড়ি। পাঞ্জাবি-পাজামা পরা এক বৃদ্ধ ভীষণ ব্যস্ত রাস্তায়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যাঁরা রাস্তা পার হচ্ছেন, বৃদ্ধ তাঁদের বাধা দিচ্ছেন। বোঝাচ্ছেন— ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে অনুরোধ করছেন।
তাঁর অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ। কেউ কথা না শুনে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না বৃদ্ধ। আন্তরিকভাবে লোকজনকে বলছেন, ‘এই যে দ্যাখেন, আমরা যদি সবাই ওভার ব্রিজ ব্যবহার করি, তাহলে তো দুর্ঘটনার হাত থেকে তো বাঁচতে পারি।’
সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন; মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।
লোকজনকে শুধু সচেতনই করেননি মীর সাব্বির। যাঁরা তাঁর কথামতো ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছেন, তাঁদের উপহার হিসেবে ‘রাত জাগা ফুল’ ছবির টিকিট দিয়েছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘পুরস্কার হিসেবে আমার সিনেমার ফ্রি টিকিট দেওয়াটা ছিল একটা ছোট্ট প্রয়াস। মাথায় ছিল সচেতনতা আর নিরাপত্তার দিকটা। আমার সিনেমায় এ মা, মাটি ও মানুষের চিত্রই ফুটে উঠেছে।’
বৃদ্ধবেশে প্রচারণার একপর্যায়ে আলগা চুল-দাড়ি খুলে ফেলেন মীর সাব্বির। তখন লোকজন তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি। একটি বিশেষ চরিত্রে আছেন মীর সাব্বির নিজেও।
দেখুন মীর সাব্বিরের ভিন্নধর্মী প্রচারণার ভিডিও:
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে ‘গ্লোবাল উইমেনস ফোরামে’ অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া...
৪ ঘণ্টা আগেসম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
৯ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
২০ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
২০ ঘণ্টা আগে