ফিল্ম আর্কাইভে সালমান শাহর সিনেমার বিশেষ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৩: ০০
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৩: ৫৯

বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’ সিনেমা। সালমান শাহ ফ্যান ক্লাবের উদ্যোগে আগামী শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দুটি প্রদর্শন করা হবে।

সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর শুক্রবার জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্র প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

ভক্তদের আমন্ত্রণ জানিয়ে ফ্যান ক্লাব থেকে আরও জানানো হয়, প্রিয় তারকার অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সব সময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড় পর্দায় সালমান শাহ্ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তাঁরা চাইলে এই সুযোগে দেখে নিতে পারেন।

চলচ্চিত্র দুটি উপভোগ করা যাবে বিনা মূল্যে। সালমান শাহ্ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত এ দুটি চলচ্চিত্র।

‘বিক্ষোভ’ সিনেমার পোস্টারউল্লেখ্য, জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর, এ ছাড়া আরও অভিনয় করেন–ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

বিক্ষোভ মুক্তি পায় ১৯৯৪ সালে। মহম্মদ হান্নান পরিচালিত চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন ফরিদা হোসেন, কাহিনি বিন্যাস করেছেন জোসেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন মহম্মদ হাননান নিজেই। ছাত্ররাজনীতির ভালো-মন্দ দিক নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে ডি এম ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব, ডলি জহুর প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত