বিনোদন ডেস্ক
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিন কাটছে আলোচনা, সমালোচনা আর অপেক্ষায়। সমালোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেম, ভাঙন–শ্রাবন্তীকে ঘিরে এসব গুঞ্জন ডালপালা মেলছে কয়েক মাস ধরে। তবে শ্রাবন্তী এসব উড়োকথায় পাত্তা দেওয়ার মতো মানুষ নন। তিনি আছেন নিজের মতোই।
আর শ্রাবন্তীর অপেক্ষা আটকে থাকা একগুচ্ছ ছবি নিয়ে। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। এ কারণে অনেক দিন বড় পর্দায় নেই তিনি। কলকাতায় আগামী শুক্রবার থেকে সিনেমা হল খুলছে। এবার একে একে হলে আসবে তাঁর একগুচ্ছ ছবি।
তার আগে অবশ্য আরেকটি কাজ করে ফেললেন শ্রাবন্তী। অতিথি চরিত্রে হাজির হলেন দেব অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’ ছবিতে। গতকাল এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। বহুদিন পর তাই এ খবরে ভক্তদের মনে আশা জমেছে, আবার একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে।
২০১৫ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল এ জুটির সর্বশেষ ছবি ‘শুধু তোমারই জন্য’। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’-এর মতো ব্যবসাসফল ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।
সামনে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যার পরিচালনার দায়িত্বে আছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। শুটিং শুরুর অপেক্ষায় আছে ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথিশিল্পী হিসেবে আগমন ঘটছে শ্রাবন্তীর।
নতুন ছবিতে শ্রাবন্তী মূল নায়িকা নন যদিও; কিন্তু ‘কিশমিশ’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন তিনি, জানিয়েছেন দেব। শ্রাবন্তী ছাড়াও একাধিক তারকাশিল্পী আছেন ‘কিশমিশ’ ছবিতে। আছেন দেব, রুক্মিণী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে অঙ্কুশও হাজির হবেন এ ছবির শুটিংয়ে।
মোট তিনটি সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘কিশমিশ’ ছবির গল্প।
আশির দশক, বর্তমান সময় এমনকি কোভিড-পরবর্তী সময়কালও ধরা হয়েছে চিত্রনাট্যে। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। আর মায়ের চরিত্রে আছেন অঞ্জনা বসু।
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিন কাটছে আলোচনা, সমালোচনা আর অপেক্ষায়। সমালোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেম, ভাঙন–শ্রাবন্তীকে ঘিরে এসব গুঞ্জন ডালপালা মেলছে কয়েক মাস ধরে। তবে শ্রাবন্তী এসব উড়োকথায় পাত্তা দেওয়ার মতো মানুষ নন। তিনি আছেন নিজের মতোই।
আর শ্রাবন্তীর অপেক্ষা আটকে থাকা একগুচ্ছ ছবি নিয়ে। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। এ কারণে অনেক দিন বড় পর্দায় নেই তিনি। কলকাতায় আগামী শুক্রবার থেকে সিনেমা হল খুলছে। এবার একে একে হলে আসবে তাঁর একগুচ্ছ ছবি।
তার আগে অবশ্য আরেকটি কাজ করে ফেললেন শ্রাবন্তী। অতিথি চরিত্রে হাজির হলেন দেব অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’ ছবিতে। গতকাল এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। বহুদিন পর তাই এ খবরে ভক্তদের মনে আশা জমেছে, আবার একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে।
২০১৫ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল এ জুটির সর্বশেষ ছবি ‘শুধু তোমারই জন্য’। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’-এর মতো ব্যবসাসফল ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।
সামনে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যার পরিচালনার দায়িত্বে আছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। শুটিং শুরুর অপেক্ষায় আছে ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথিশিল্পী হিসেবে আগমন ঘটছে শ্রাবন্তীর।
নতুন ছবিতে শ্রাবন্তী মূল নায়িকা নন যদিও; কিন্তু ‘কিশমিশ’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন তিনি, জানিয়েছেন দেব। শ্রাবন্তী ছাড়াও একাধিক তারকাশিল্পী আছেন ‘কিশমিশ’ ছবিতে। আছেন দেব, রুক্মিণী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে অঙ্কুশও হাজির হবেন এ ছবির শুটিংয়ে।
মোট তিনটি সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘কিশমিশ’ ছবির গল্প।
আশির দশক, বর্তমান সময় এমনকি কোভিড-পরবর্তী সময়কালও ধরা হয়েছে চিত্রনাট্যে। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। আর মায়ের চরিত্রে আছেন অঞ্জনা বসু।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে