বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।
অনেক দিন পর ডিপজল-মিশা আবার একসঙ্গে, এক ছবিতে। ছবির নাম ‘ঘর ভাঙা সংসার’। ডিপজলের বেশির ভাগ ছবির মতো এই ছবিতে তিনি ভিলেন নন, নায়ক। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান। আর মিশা থাকছেন ডিপজলের বিপক্ষ শিবিরে।
‘ঘর ভাঙা সংসার’ বানাচ্ছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি গান। এতে ডিপজলের নায়িকা হিসেবে আছেন আঁচল ও শিরিন শিলা।
মিশা সওদাগর বলেন, ‘ডিপজল ভাই এই ছবির প্রযোজক এবং নায়ক। আর আমি আছি সংসার ভাঙার দায়িত্বে; যে একটা সুন্দর গোছানো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ষড়যন্ত্র করে।’
ছবিটি নিয়ে কথা বলার শুরুতেই মিশা বলে দিলেন ‘ঘর ভাঙা সংসার’-এর একটি সংলাপ, যেটি ছবিতে তাঁর মুখে বারবার শোনা যাবে। ‘আসলে ডায়লগটি এত দারুণ যে বলার লোভ সামলাতে পারছি না। ডায়লগটি এমন, “নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনাভাইরাস।”
অনেক দিন পর ডিপজলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি মিশা। ডিপজলকে তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেই মানেন। অতীতে অনেক সংকটে ডিপজলকে আপন ভাইয়ের মতো পাশে পেয়েছেন।
মিশা বলছেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। উনি যদি বলেন, এইটা করতে হবে, আমি ওইটা করি। আর কোনো প্রশ্ন থাকে না। গল্প কী, চরিত্র কী—এসব তখন গৌণ হয়ে যায়। এই দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রিতে ছবি করতে সাহস পাচ্ছে না কেউ, তখন ডিপজল ভাই একের পর এক ছবি নিয়ে মাঠে নামছেন, এটা অনেক বড় ঘটনা।’
মনোয়ার হোসেন ডিপজল চলতি বছরের শুরুর দিকে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই মধ্যে ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।
‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।
অনেক দিন পর ডিপজল-মিশা আবার একসঙ্গে, এক ছবিতে। ছবির নাম ‘ঘর ভাঙা সংসার’। ডিপজলের বেশির ভাগ ছবির মতো এই ছবিতে তিনি ভিলেন নন, নায়ক। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান। আর মিশা থাকছেন ডিপজলের বিপক্ষ শিবিরে।
‘ঘর ভাঙা সংসার’ বানাচ্ছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি গান। এতে ডিপজলের নায়িকা হিসেবে আছেন আঁচল ও শিরিন শিলা।
মিশা সওদাগর বলেন, ‘ডিপজল ভাই এই ছবির প্রযোজক এবং নায়ক। আর আমি আছি সংসার ভাঙার দায়িত্বে; যে একটা সুন্দর গোছানো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ষড়যন্ত্র করে।’
ছবিটি নিয়ে কথা বলার শুরুতেই মিশা বলে দিলেন ‘ঘর ভাঙা সংসার’-এর একটি সংলাপ, যেটি ছবিতে তাঁর মুখে বারবার শোনা যাবে। ‘আসলে ডায়লগটি এত দারুণ যে বলার লোভ সামলাতে পারছি না। ডায়লগটি এমন, “নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনাভাইরাস।”
অনেক দিন পর ডিপজলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি মিশা। ডিপজলকে তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেই মানেন। অতীতে অনেক সংকটে ডিপজলকে আপন ভাইয়ের মতো পাশে পেয়েছেন।
মিশা বলছেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। উনি যদি বলেন, এইটা করতে হবে, আমি ওইটা করি। আর কোনো প্রশ্ন থাকে না। গল্প কী, চরিত্র কী—এসব তখন গৌণ হয়ে যায়। এই দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রিতে ছবি করতে সাহস পাচ্ছে না কেউ, তখন ডিপজল ভাই একের পর এক ছবি নিয়ে মাঠে নামছেন, এটা অনেক বড় ঘটনা।’
মনোয়ার হোসেন ডিপজল চলতি বছরের শুরুর দিকে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই মধ্যে ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
৩৩ মিনিট আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
২ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৫ ঘণ্টা আগে