বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো এখনো রয়েছে আলোচনায়। দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে সিনেমাগুলো। দর্শকের এই আগ্রহ ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ মনে করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরের সিনেমাগুলো কেমন ব্যবসা করে, সেদিকেই তাকিয়ে আছেন সবাই। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বলেন, ‘সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্য প্রযোজকদের নতুন করে সাহস সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস, “এমআর-নাইন” সিনেমাটি সেই সাফল্য ধরে রাখবে।’ হলমালিক ও প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব বলেন, ‘সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্যে হলমালিকেরা খুশি। এ মাসেও ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। এসব সিনেমায় সাফল্য এলে হলমালিকদের নতুন প্রেরণা জোগাবে।’
ঈদের পর পুরো জুলাই মাস ফাঁকা যাওয়ার পর এ মাসে এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তির খবর পাওয়া গেছে।
গোয়িং হোম
‘রাইয়ান’-এর পর নতুন সিনেমা ‘গোয়িং হোম’ নিয়ে এসেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মাশরুর। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মুক্তির পর সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। ১১ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রাজধানীর গুলশানে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। এতে সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের তারকারা। সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। গল্পে মিলেমিশে গেছে বাস্তবতা আর গভীর জীবনবোধ। সিনেমাটি নিয়ে মাশরুর পারভেজ বলেন, ‘এটা এমন একটা সিনেমা, যেটা সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে না। মানুষের মনে এমন কিছু প্রশ্ন রেখে যাবে, যার জবাব তাঁরা খুঁজে বেড়াবেন।’ এ সিনেমায় ছেলের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাশরুরের মা জিনাত বেগমকেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।
মাইক
১১ আগস্ট মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’। শিশুতোষ চলচ্চিত্রটি যৌথভাবে বানিয়েছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। নির্মাতা শাহীন বলেন, এই সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে মাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। আরও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী সানজিদ রহমান খান, খোন্দকার মেঘদূত জলিল প্রমুখ।
১৯৭১: সেই সব দিন
নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। নির্মাণ করেছেন তাঁরই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। সিনেমাটি মুক্তি পাবে ১৮ আগস্ট। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি গান। ‘যাচ্ছো কোথায়’ ও ‘ইয়ে শামে’ শিরোনামের গান দুটি প্রশংসিত হয়েছে। এ বিষয়ে হৃদি হক বলেন, ‘১৯৭১: সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন—বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণা করব। আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি।’
আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার ‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে আম-কাঁঠালের ছুটি। ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
এমআর-নাইন
কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা এবার আসছে রুপালি পর্দায়। ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। হলিউড অভিনেতাদের মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’-এর মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’ অভিনেতা নিকো ফস্টারের উপস্থিতি ট্রেলারে উত্তাপ বাড়িয়েছে। বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওমি বৈদ্যকেও দেখা গেছে। চোখে পড়েছে বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতি। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমাটি।
গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো এখনো রয়েছে আলোচনায়। দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে সিনেমাগুলো। দর্শকের এই আগ্রহ ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ মনে করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরের সিনেমাগুলো কেমন ব্যবসা করে, সেদিকেই তাকিয়ে আছেন সবাই। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বলেন, ‘সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্য প্রযোজকদের নতুন করে সাহস সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস, “এমআর-নাইন” সিনেমাটি সেই সাফল্য ধরে রাখবে।’ হলমালিক ও প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব বলেন, ‘সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্যে হলমালিকেরা খুশি। এ মাসেও ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। এসব সিনেমায় সাফল্য এলে হলমালিকদের নতুন প্রেরণা জোগাবে।’
ঈদের পর পুরো জুলাই মাস ফাঁকা যাওয়ার পর এ মাসে এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তির খবর পাওয়া গেছে।
গোয়িং হোম
‘রাইয়ান’-এর পর নতুন সিনেমা ‘গোয়িং হোম’ নিয়ে এসেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মাশরুর। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মুক্তির পর সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। ১১ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রাজধানীর গুলশানে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। এতে সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের তারকারা। সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। গল্পে মিলেমিশে গেছে বাস্তবতা আর গভীর জীবনবোধ। সিনেমাটি নিয়ে মাশরুর পারভেজ বলেন, ‘এটা এমন একটা সিনেমা, যেটা সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে না। মানুষের মনে এমন কিছু প্রশ্ন রেখে যাবে, যার জবাব তাঁরা খুঁজে বেড়াবেন।’ এ সিনেমায় ছেলের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাশরুরের মা জিনাত বেগমকেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।
মাইক
১১ আগস্ট মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’। শিশুতোষ চলচ্চিত্রটি যৌথভাবে বানিয়েছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। নির্মাতা শাহীন বলেন, এই সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে মাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। আরও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী সানজিদ রহমান খান, খোন্দকার মেঘদূত জলিল প্রমুখ।
১৯৭১: সেই সব দিন
নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। নির্মাণ করেছেন তাঁরই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। সিনেমাটি মুক্তি পাবে ১৮ আগস্ট। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি গান। ‘যাচ্ছো কোথায়’ ও ‘ইয়ে শামে’ শিরোনামের গান দুটি প্রশংসিত হয়েছে। এ বিষয়ে হৃদি হক বলেন, ‘১৯৭১: সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন—বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণা করব। আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি।’
আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার ‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে আম-কাঁঠালের ছুটি। ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
এমআর-নাইন
কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা এবার আসছে রুপালি পর্দায়। ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। হলিউড অভিনেতাদের মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’-এর মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’ অভিনেতা নিকো ফস্টারের উপস্থিতি ট্রেলারে উত্তাপ বাড়িয়েছে। বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওমি বৈদ্যকেও দেখা গেছে। চোখে পড়েছে বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতি। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমাটি।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১০ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১১ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৩ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৬ ঘণ্টা আগে