কলকাতায় জমেছে দারুণ ছবির লড়াই

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২: ২২
Thumbnail image

ধীরে ধীরে করোনার কাঁটা সরিয়ে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছে মানুষ। সরকারি নির্দেশ মেনে খুলেছে সিনেমা হল। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিনোদনজগৎ। একে একে মুক্তি পাচ্ছে সিনেমা। একটু একটু করে হলমুখী হচ্ছে দর্শক। কলকাতার সিনেমা হলগুলোতেও মুক্তি পেতে শুরু করছে বড় বাজেটের ছবি। ৩ ডিসেম্বর দুটি বহুল প্রতীক্ষিত বাংলা ছবি, শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’ এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অনুসন্ধান’ মুক্তি পেয়েছে সিনেমা হলে।

টলিউডের পরবর্তী বড় বক্স অফিস সংঘর্ষ হবে ২০২২ সালের ২১ জানুয়ারির পর। সায়ন্তন ঘোষালের মিস্ট্রি থ্রিলার ‘স্বস্তিক সংকেত’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পাবে পরপর। ‘স্বস্তিক সংকেত’ প্রযোজক অশোক ধানুকা বলেছেন, ‘আমরা ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর কথা মাথায় রেখে এই দিনটি বেছে নিয়েছি। কারণ সায়ন্তনের থ্রিলারটির সঙ্গে নেতাজির সংযোগ রয়েছে।’

রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’মিস্ট্রি থ্রিলার ‘স্বস্তিক সংকেত’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত জাহান, গৌরব চক্রবর্তী, শতাফ ফিগার এবং রুদ্রনীল ঘোষ। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল শাশ্বত চট্টোপাধ্যায়কে এই ছবিতে নেতাজির চরিত্রে দেখা যাবে। ছবির বেশ কিছুটা অংশের শুটিং লন্ডনে হয়েছে।

আগামী বছরের শুরুতেই বড় পর্দায় আসছে ‘ধর্মযুদ্ধ’। আগামী ২১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই এই ছবির প্রেক্ষাপট। শুভশ্রী ছাড়াও পরিচালক রাজের এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত।

যিশু সেনগুপ্তের ‘বাবা বেবি ও...’শুভশ্রী এই ছবিতে রয়েছেন মুন্নীর চরিত্রে, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্রকে দেখা যাবে, রাঘব-জাফর এবং শবনমের ভূমিকায়। ‘ধর্মযুদ্ধ’র বাইরে গিয়ে বিপদে সকলের আশ্রয়দাতা আম্মি, স্বাতীলেখা সেনগুপ্ত। পরিণীতার পর ফের রাজ চক্রবর্তীর ছবির কেন্দ্রবিন্দুতে শুভশ্রী।

২১ জানুয়ারির পর ফের ৪ ফেব্রুয়ারি আবার তিনটি বাংলা ছবি মুক্তি পাবে। যিশু সেনগুপ্তের ‘বাবা বেবি ও...’, সৃজিত মুখার্জির ‘এক্স=প্রেম’ এবং মজার ব্যাপার হল সৃজিতের আরেকটি বহুল প্রত্যাশিত ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কাকাবাবুর ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা সম্প্রতি মুক্তির দিনক্ষণ পরিবর্তন করে ৪ ফেব্রুয়ারি করেছেন। এখন দেখার বিষয় সৃজিতের ছবি দুটি একই তারিখে মুক্তি পাবে কিনা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত