নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গুরুবাস পর্যটনের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী শাহনূর। আজ শুক্রবার দুপুরে ঢাকার পল্টনস্থ বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের কার্যালয়ে এই অভিনেত্রীকে গুরুবাস পর্যটনের মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান।
টুরিজম ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশ প্রথম পর্যটন গ্রাম চারিপাড়ায় ‘গুরুবাস পর্যটন’ শীর্ষক পর্যটনের একটি নতুন দর্শনধারার সূচনা করা হচ্ছে, যার কারিগরি সহায়তা করছে বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশন। শুভেচ্ছা দূত হিসেবে শাহনূর তাঁর ভ্রমণস্থলে, কর্মস্থলে বা অন্য কোন স্থানে উপস্থিতির সময় গুরুবাস পর্যটনের উদ্দেশ্য ও দর্শনের প্রতি সকলকে আকৃষ্ট করবেন।
গুরুবাসের মূল বক্তব্য হলো জীবন, সংস্কৃতি ও প্রকৃতির কাছ থেকে গৃহীত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাই প্রতিটি পর্যটক শ্রেষ্ঠ শিক্ষার্থী। পর্যটন নিভৃত পল্লিতে জীবনযুদ্ধে উত্তীর্ণ মানুষকে গুরু হিসেবে নতুন মোড়কে উপস্থাপন করবে। যেমন শস্যগুরু, মৎস্যগুরু, খাদ্যগুরু, ধর্মগুরু, শিল্পগুরু, গল্পগুরু, পর্যটনগুরু ইত্যাদি। গুরুবাস পর্যটন একটি শিক্ষা দর্শন যা স্থানীয় মানুষের পরীক্ষিত জীবনধারা থেকে উৎসারিত। গুরুবাসের মৌলিক চেতনা হলো দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে মানুষ ও সমাজের মধ্যে বিশুদ্ধতা, স্থায়িত্ব ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা।
অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য টুরিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশে পর্যটন শিল্প তেমন বিকাশ লাভ করেনি। এখন সময় এসেছে পর্যটনের প্রতি বিশেষ নজর দেওয়ার।'
বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, 'গুরুবাস হচ্ছে গুরুর সঙ্গে বাস। গুরুর সঙ্গে বাস করবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুরু হিসেবে আমরা গ্রাম থেকে কিছু মানুষকে বাছাই করবো। আগে গুরুগৃহে জীবনমুখী শিক্ষা দেওয়া হতো। এখন গ্রামে যেসব মানুষের জীবনমুখী জ্ঞান আছে। শিক্ষার্থীরা তাদের থেকে জীবনবোধ, জীবন প্রকৃতি, জীবনধারাটা শিখবে। আমরা তখন এই স্কুলিংকে বলবো গুরুবাস। এটা জীবনমুখী পর্যটনের একটা টেকসই স্কুলিং হবে। গুরুবাস পর্যটন দেশের পর্যটনের বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃজন ও সংরক্ষণে অবদান রাখবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সহ সভাপতি শাহাবউদ্দিন সোহাগ, কিশোর রায়হান, বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স–এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান, রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা প্রমুখ।
ঢাকা: গুরুবাস পর্যটনের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী শাহনূর। আজ শুক্রবার দুপুরে ঢাকার পল্টনস্থ বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের কার্যালয়ে এই অভিনেত্রীকে গুরুবাস পর্যটনের মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান।
টুরিজম ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশ প্রথম পর্যটন গ্রাম চারিপাড়ায় ‘গুরুবাস পর্যটন’ শীর্ষক পর্যটনের একটি নতুন দর্শনধারার সূচনা করা হচ্ছে, যার কারিগরি সহায়তা করছে বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশন। শুভেচ্ছা দূত হিসেবে শাহনূর তাঁর ভ্রমণস্থলে, কর্মস্থলে বা অন্য কোন স্থানে উপস্থিতির সময় গুরুবাস পর্যটনের উদ্দেশ্য ও দর্শনের প্রতি সকলকে আকৃষ্ট করবেন।
গুরুবাসের মূল বক্তব্য হলো জীবন, সংস্কৃতি ও প্রকৃতির কাছ থেকে গৃহীত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাই প্রতিটি পর্যটক শ্রেষ্ঠ শিক্ষার্থী। পর্যটন নিভৃত পল্লিতে জীবনযুদ্ধে উত্তীর্ণ মানুষকে গুরু হিসেবে নতুন মোড়কে উপস্থাপন করবে। যেমন শস্যগুরু, মৎস্যগুরু, খাদ্যগুরু, ধর্মগুরু, শিল্পগুরু, গল্পগুরু, পর্যটনগুরু ইত্যাদি। গুরুবাস পর্যটন একটি শিক্ষা দর্শন যা স্থানীয় মানুষের পরীক্ষিত জীবনধারা থেকে উৎসারিত। গুরুবাসের মৌলিক চেতনা হলো দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে মানুষ ও সমাজের মধ্যে বিশুদ্ধতা, স্থায়িত্ব ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা।
অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য টুরিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশে পর্যটন শিল্প তেমন বিকাশ লাভ করেনি। এখন সময় এসেছে পর্যটনের প্রতি বিশেষ নজর দেওয়ার।'
বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, 'গুরুবাস হচ্ছে গুরুর সঙ্গে বাস। গুরুর সঙ্গে বাস করবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুরু হিসেবে আমরা গ্রাম থেকে কিছু মানুষকে বাছাই করবো। আগে গুরুগৃহে জীবনমুখী শিক্ষা দেওয়া হতো। এখন গ্রামে যেসব মানুষের জীবনমুখী জ্ঞান আছে। শিক্ষার্থীরা তাদের থেকে জীবনবোধ, জীবন প্রকৃতি, জীবনধারাটা শিখবে। আমরা তখন এই স্কুলিংকে বলবো গুরুবাস। এটা জীবনমুখী পর্যটনের একটা টেকসই স্কুলিং হবে। গুরুবাস পর্যটন দেশের পর্যটনের বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃজন ও সংরক্ষণে অবদান রাখবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সহ সভাপতি শাহাবউদ্দিন সোহাগ, কিশোর রায়হান, বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স–এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান, রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা প্রমুখ।
বাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
৩৯ মিনিট আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৫ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৬ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৬ ঘণ্টা আগে