বিনোদন ডেস্ক
আগামী বছর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ। এই বিশেষ দিনে তাঁকে উৎসর্গ করে গোটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি আশ্রয় খুঁজেছেন মৃণালের আলোচিত সিনেমা ‘খারিজ’-এ। কৌশিকের সিনেমার নাম ‘পালান’। তবে এটি কিন্তু ‘খারিজ’-এর রিমেক কিংবা অবলম্বন নয়।
জানা গেছে, কৌশিক শুধু বিষয়বস্তুই ধার করেছেন ‘খারিজ’ থেকে। বদলে যাবে বাদবাকি সব। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। শুধু বিবর্তনের ছাপ পড়বে চরিত্রগুলিতে। বদলে যাবে গল্পও। মৃণালের সিনেমার চরিত্রগুলোকে ২০২২-এর প্রেক্ষাপটে এনে ফেলেছেন কৌশিক।
মৃণালের ‘খারিজ’ সিনেমায় যাঁরা অভিনয় করেছিলেন, সেই মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার—সবাই থাকছেন ‘পালান’-এ। যুক্ত হচ্ছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে ‘‘খারিজ’’ দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার জীবনে বড় দরজা খুলে দিয়েছিল সেই সিনেমা। আমার ধারণা, ‘‘পালান’’-এর মাধ্যমে মৃণাল বাবুকে যথাযথ সম্মান দিতে পারব।’
মৃণাল সেনের সিনেমা দিয়ে ভীষণ অনুপ্রাণিত কৌশিক। ব্যক্তিগতভাবেও তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তাই এই কালজয়ী নির্মাতার প্রতি ট্রিবিউট জানাচ্ছেন সিনেমার মাধ্যমেই।
কৌশিক বলেন, ‘আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি নয়, আমার পরিবারকেও উনি চিনতেন। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি মনে করি, তাঁর যেটুকু সান্নিধ্য পেয়েছি, তা দিয়েই তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।’
‘পালান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পাওলি দাম। গৌতম ঘোষের ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে মৃণালের প্রশংসা পেয়েছিলেন পাওলি।
অভিনেত্রী বলেন, ‘আমার নাম মৃণাল সেন—এই কথাটা এখনো আমার কানে বাজে। আমার প্রথম সিনেমা দেখে ফোন করে প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি জানি না কবে ছবি করব। করলে তুমি অভিনয় করবে?’ তাঁর পরিচালনায় আমার অভিনয় করা হয়নি। কিন্তু মনে হয়, কোনো না কোনোভাবে মৃণাল সেনের সঙ্গে আমার সংযোগ ঘটে গেছে। তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘‘পালান’’-এ যুক্ত হতে পারলাম।’
জানা গেছে, ২৫ মার্চ থেকে ‘পালান’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৩ সালে, মৃণাল সেনের জন্মশতবর্ষে।
আগামী বছর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ। এই বিশেষ দিনে তাঁকে উৎসর্গ করে গোটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি আশ্রয় খুঁজেছেন মৃণালের আলোচিত সিনেমা ‘খারিজ’-এ। কৌশিকের সিনেমার নাম ‘পালান’। তবে এটি কিন্তু ‘খারিজ’-এর রিমেক কিংবা অবলম্বন নয়।
জানা গেছে, কৌশিক শুধু বিষয়বস্তুই ধার করেছেন ‘খারিজ’ থেকে। বদলে যাবে বাদবাকি সব। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। শুধু বিবর্তনের ছাপ পড়বে চরিত্রগুলিতে। বদলে যাবে গল্পও। মৃণালের সিনেমার চরিত্রগুলোকে ২০২২-এর প্রেক্ষাপটে এনে ফেলেছেন কৌশিক।
মৃণালের ‘খারিজ’ সিনেমায় যাঁরা অভিনয় করেছিলেন, সেই মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার—সবাই থাকছেন ‘পালান’-এ। যুক্ত হচ্ছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে ‘‘খারিজ’’ দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার জীবনে বড় দরজা খুলে দিয়েছিল সেই সিনেমা। আমার ধারণা, ‘‘পালান’’-এর মাধ্যমে মৃণাল বাবুকে যথাযথ সম্মান দিতে পারব।’
মৃণাল সেনের সিনেমা দিয়ে ভীষণ অনুপ্রাণিত কৌশিক। ব্যক্তিগতভাবেও তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তাই এই কালজয়ী নির্মাতার প্রতি ট্রিবিউট জানাচ্ছেন সিনেমার মাধ্যমেই।
কৌশিক বলেন, ‘আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি নয়, আমার পরিবারকেও উনি চিনতেন। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি মনে করি, তাঁর যেটুকু সান্নিধ্য পেয়েছি, তা দিয়েই তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।’
‘পালান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পাওলি দাম। গৌতম ঘোষের ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে মৃণালের প্রশংসা পেয়েছিলেন পাওলি।
অভিনেত্রী বলেন, ‘আমার নাম মৃণাল সেন—এই কথাটা এখনো আমার কানে বাজে। আমার প্রথম সিনেমা দেখে ফোন করে প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি জানি না কবে ছবি করব। করলে তুমি অভিনয় করবে?’ তাঁর পরিচালনায় আমার অভিনয় করা হয়নি। কিন্তু মনে হয়, কোনো না কোনোভাবে মৃণাল সেনের সঙ্গে আমার সংযোগ ঘটে গেছে। তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘‘পালান’’-এ যুক্ত হতে পারলাম।’
জানা গেছে, ২৫ মার্চ থেকে ‘পালান’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৩ সালে, মৃণাল সেনের জন্মশতবর্ষে।
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
২৮ মিনিট আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১১ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১১ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে