‘কবি’র পর আবার রাজের নায়িকা ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার পর বাংলাদেশে গ্রহণযোগ্যতা বেড়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ ধারাবাহিকতায় বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘কবি’ নামের এ সিনেমার শুটিং এরই মধ্যে সিংহভাগ শেষ হয়েছে। বানাচ্ছেন হাসিবুর রেজা কল্লোল। এতে ইধিকার নায়ক শরিফুল রাজ। ঈদুল আজহায় সিনেমাটি আসার কথা ছিল, কিন্তু শুটিং শেষ না হওয়ায় পিছিয়েছে কবির মুক্তি। এরই মধ্যে রাজ-ইধিকা জুটিকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক আরশাদ আদনান।

ইধিকা পাল। ছবি: সংগৃহীতগত সোমবার নিজের জন্মদিনে প্রযোজক আদনান ‘সাহেব’ নামের এ সিনেমার খবর জানান। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। আদনান জানান, সাহেব সিনেমার সঙ্গে প্রিয়তমার পুরো ইউনিট কাজ করবে। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। শুধু থাকছেন না শাকিব খান। সাইফ চন্দনের সহকারী হিসেবে এতে কাজ করবেন হিমেল আশরাফ। অ্যাকশনধর্মী গল্পের সিনেমা সাহেবের শুটিং শুরু হবে শিগগিরই। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটির কাজ।

এর আগে শোনা গিয়েছিল, সাহেব সিনেমায় শাকিব খানের অভিনয়ের কথা। তবে প্রযোজক জানিয়েছেন, শাকিবকে নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে। এখন গল্প নিয়ে কাজ চলছে। শেষ হলে তাঁকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হবে।

শরিফুল রাজ এদিকে, ‘বরবাদ’ নামের আরেকটি সিনেমায় ইধিকা পালের অভিনয়ের খবর শোনা গেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এ সিনেমায় শাকিব হবেন ইধিকার নায়ক। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত