বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে শুটিং শেষে গত বছর জানুয়ারিতে হলে মুক্তির জন্য ছাড়পত্র পায় ‘বিলডাকিনি’। মাঝে কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও তা আর হয়নি। অবশেষে নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২৪ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বিলডাকিনি।
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। বানিয়েছেন ফজলুল তুহিন। সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটি বাংলাদেশে পার্নোর দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছিল। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে। আর পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তার স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে বিলডাকিনি সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতিতা, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। বিলডাকিনি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’
বিলডাকিনি সিনেমার সঙ্গে জানুয়ারি মাসের একটা অদ্ভুত মিল আছে। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পেলেও সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। গত বছর জানুয়ারিতে সেন্সর ছাড়পত্র পায় এবং এই বছর জানুয়ারিতে মুক্তি পাবে। সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এর আগেও কয়েকটি তারিখ ঠিক করেছিলাম। নানা কারণে রিলিজ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে এই জানুয়ারিতে সিনেমাটি দর্শকের সামনে আসছে।’
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন।
২০২২ সালে শুটিং শেষে গত বছর জানুয়ারিতে হলে মুক্তির জন্য ছাড়পত্র পায় ‘বিলডাকিনি’। মাঝে কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও তা আর হয়নি। অবশেষে নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২৪ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বিলডাকিনি।
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। বানিয়েছেন ফজলুল তুহিন। সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটি বাংলাদেশে পার্নোর দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছিল। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে। আর পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তার স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে বিলডাকিনি সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতিতা, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। বিলডাকিনি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’
বিলডাকিনি সিনেমার সঙ্গে জানুয়ারি মাসের একটা অদ্ভুত মিল আছে। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পেলেও সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। গত বছর জানুয়ারিতে সেন্সর ছাড়পত্র পায় এবং এই বছর জানুয়ারিতে মুক্তি পাবে। সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এর আগেও কয়েকটি তারিখ ঠিক করেছিলাম। নানা কারণে রিলিজ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে এই জানুয়ারিতে সিনেমাটি দর্শকের সামনে আসছে।’
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন।
আজকের গুঞ্জনটি তাহসান উড়িয়ে দিলেন না। বরং সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, রোজার সঙ্গেই মুগ্ধতায় কেটে যাবে তাঁর বাকিটা জীবন।
৮ ঘণ্টা আগেগত ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা প্রবীর মিত্রকে। অবস্থা বিবেচনায় আইসিইউতে রেখে চিকিৎসা হয় তাঁর...
১০ ঘণ্টা আগেঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।
১২ ঘণ্টা আগেশনিবার বেলা সোয়া ১১টার দিকে এফডিতে প্রবেশ করে অঞ্জনার মরদেহবাহী গাড়িটি। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন অঞ্জনা।
১৩ ঘণ্টা আগে