বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।
কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।
কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৮ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৩ ঘণ্টা আগে