জুটি হয়ে ফিরছেন যশ-নুসরাত

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১: ২৩
Thumbnail image

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান রসায়ন ফিরছে পর্দায়। ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’র পর খুব শিগগির বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ছবিটি প্রযোজনা করবেন নায়িকা এনা সাহা। এনা বর্তমানে কাশ্মীরে ‘চিনেবাদাম’ ছবির শুটিং করছেন। এই ছবিতে এনার বিপরীতে অভিনয় করছেন যশ।

ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। তবে যশ ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, অনেকের নামই উঠে আসছে। তার মধ্যে কোনোভাবে সামনে চলে এসেছেন ‘স্বস্তিক সংকেত’ ছবির পরিচালক। যশ বলেন, ছবির গল্প, অন্য অভিনেতাদের নামও ঠিক হয়নি। সবটাই রয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে।

বিরসা দাশগুপ্তের ‘ওয়ান’ ছবি দিয়েই নুসরাত-যশের পরিচয়। সেই বন্ধুত্বে ভালো লাগার রং লাগে এনা সাহা প্রযোজিত ছবি ‘এসওএস কলকাতা’য়। যশ-নুসরাত ছাড়াও এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী। ছোট একটি চরিত্রে দেখা গেছে এনাকেও। পরে পর্দার প্রেম আসে বাস্তব জীবনেও।

নুসরাত-যশ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ভিন্ন ভিন্ন ছবির। নুসরত ব্যস্ত সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ নিয়ে। যশকে দেখা যাবে শিলাদিত্য মৌলিকের ‘চিনেবাদাম’ ছবিতে। বিপরীতে এবং প্রযোজনায় এনা। সন্তান, সংসারের পর বাস্তবের জুটি আগের মতোই কি ছাপ ফেলতে পারবেন দর্শক মনে? আপাতত তারই অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত