বিয়ের ছবিতে পরম-পিয়া

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭: ৪৮
Thumbnail image

২০২১ সালের ২১ নভেম্বর হঠাৎ ঘোষণা আসে, ছয় বছরের সংসার ভাঙছে অনুপম-পিয়ার। অনুপম রায় সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তাঁদের বিয়ে ভাঙার নেপথ্য কারণ হিসেবে ওই সময় সংবাদমাধ্যমে উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির কথা। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপমের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকাকালীন পরমব্রতের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।

‘হেডস’ নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে। তাতে যুক্ত হয়েছিলেন পরমব্রত। পিয়ার সঙ্গে মিলে করোনার সময় ত্রাণ দিতে দেখা গেছে নায়ককে। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট দেখেও দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনেকে। সব মিলিয়ে গুঞ্জন ছিল, পরমব্রতর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছে অনুপম-পিয়ার।

বিয়ের সাজে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীতওই সময় বিষয়টি নিয়ে প্রশ্নও করা হয়েছিল পরমব্রতকে। বিষয়টি নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, পিয়ার সঙ্গে তাঁর সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। পরমব্রত বলেছিলেন, ‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্ক্ষিত নয়। শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।’ তবে পরম-পিয়ার প্রেমের গুজবটি যে মিথ্যা ছিল না, সেটা বোঝা গেল এত দিন পর।

বিয়ের সাজে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীতআজ সোমবার চুপিসারে বিয়ে করলেন পরম-পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুব এলাহি আয়োজন নয়; বরং ঘরোয়াভাবে তাঁদের চার হাত এক হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেহেতু ঘরোয়া আয়োজন, তাই টালিউডের কোনো তারকাকে আমন্ত্রণ জানানো হয়নি। সন্ধ্যায় বিয়ের তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পরমব্রত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত