শুটিং করেও ছবি থেকে বাদ পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২১, ২০: ৩১
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ১৯

ঢাকা: গত বছর খবর আসে, মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। নায়ক হিসেবে থাকছেন ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করা সুদীপ বিশ্বাস দীপ। চলচ্চিত্রের গল্পের মূল ভাবনা হৃদি হকের বাবা নাট্যজন ইনামুল হকের। ছবির নাম ‘১৯৭১ সেইসব দিন’।

একটি পরিবারের গল্প তুলে ধরা হবে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার দৃশ্যধারণ। শুটিং শুরু হলেই নানা কারণে আলোচনায় চলে আসছে সিনেমাটি। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা দিক উঠে আসবে। তিন ভাইয়ের একজনের চরিত্রে অভিনয় করছেন লিটু আনাম। অন্য দুই ভাইয়ের চরিত্রে ফেরদৌস ও সজল।

সিনেমা থেকে বাদ পড়া নিয়ে এখনো কিছু বলেননি পরীমনি। ছবি: ফেসবুক থেকেসজলের চরিত্রে শুটিং শুরু করেছিলেন সুদীপ বিশ্বাস দীপ। কিন্তু ছবিটি থেকে তাকে বাদ দেওয়া হয়। তার চরিত্রে ইতিমধ্যে শুটিংও শুরু করেছেন সজল। পরিবর্তন করা হয়েছে নায়িকা পরীমনিকেও। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে সানজিদা প্রীতিকে।

গত বছরের মার্চ মাসের এক সকালে ঠাকুরগাঁওয়ে ভিন্নভাবে পাওয়া গিয়েছিল আলোচিত নায়িকা পরীমনিকে। আন্তর্জাতিকভাবে প্রশংসিত চ্যানেল এইচবিও সিরিয়ালের নায়ক সুদীপ বিশ্বাস দীপের সাইকেলে সত্তর দশকে বেশভূষায় ঘুরতে বেড়িয়েছেন তিনি। কারণটা ছিল এই ছবি। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তারা। এক বছরের বেশি সময় পর জানা গেল, ছবিটিতে এই তারকারা আর নেই।

‘তারা আর আমাদের সঙ্গে নেই। ছবির প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

হৃদি হক, ‘১৯৭১ সেইসব দিন’ নির্মাতা

পরীমনিকেন ও কী কারণে এই পরিবর্তন- এটা সরাসরি না বলেও কারণটা ইঙ্গিত করে হৃদি বলেন, ‌‘চলচ্চিত্রটি একটি বড় পরিসরের বিষয়। এখানে একটা ভাবনায় সবাই মিলে কাজ করেন। প্রতিটি টিমেরই আলাদা ভাবনা ও ওয়ার্কিং স্টাইল থাকে। সেই জায়গায় একটু যদি পার্থক্য হয় তাহলে ছবিটি ভালো হয় না। প্রতিটি টিমের প্রফেশনালিজম ধরন আলাদা থাকে।’ গত মার্চের শুটিং প্রসঙ্গে হৃদি জানান, ‘কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছিলেন পরী ও দীপ। তাই তাঁদের অংশগুলো পরিবর্তন করতে সমস্যাই হয়নি।’

পরীমনির চরিত্রে নেওয়া হয়েছে সানজিদা প্রীতিকে। ছবি: ফেসবুক থেকেতবে বিষয়টি নিয়ে পরী ও দীপ সেভাবে মুখ খোলেননি। দীপ জানিয়েছেন, ‘এতটুকু বলতে পারি আমি আর এই ছবিতে অভিনয় করছি না। কেন করছি না সেসব পরিচালকই ভালো বলতে পারবেন।’ ইতিমধ্যে হয়েছে সিনেমার তৃতীয় লটের কাজ। শিগগিরই শেষ হবে বাকি অংশ। শুটিং ইউনিট জানাচ্ছে, আগামী আগস্টের মধ্যেই শেষ হবে শুটিং।

‘১৯৭১ সেইসব দিন’ এ আরও আছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিন, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত