সরকারি অনুদানের টাকা ফেরত দিয়েছেন অমিতাভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৯: ১৫
Thumbnail image

হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।

এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’

অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।

মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’

অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত