বিনোদন ডেস্ক
২০১০ সালের ‘লাক্স সুপারস্টার’ মাহবুবা ইসলাম রাখি একসময় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। মাত্র তিন বছরে দেশের টিভি নাটকে নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল তাঁর। কিন্তু অভিনয়ের মায়া ছেড়ে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। প্রকৌশল বিষয়ে স্নাতক করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
অভিনয়কে একরকম বিদায় জানিয়েছিলেন রাখি। টিভি নাটকে শেষ অভিনয় করেছেন ২০১৩ সালের জুন মাসে। দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন তিনি। তবে টিভির পর্দা নয়, নীরবতা ভাঙলেন চলচ্চিত্র দিয়েই।
‘পায়ের ছাপ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। এর শুটিংয়ের জন্য সম্প্রতি দেশে ফিরেছেন। গত শনিবার ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
তিনি বলেন, ‘গত ২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মান্নু ভাইও এই ছবির শুটিং করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছি আমি। শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়।’
‘পায়ের ছাপ’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে রাখি ছাড়া আরও অভিনয় করছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি ও শিশু শিল্পী মায়মুনা ইসলাম মেধা।
মাহবুবা রাখি সুপারস্টার থেকে প্রকৌশলী হলেও অভিনয়ের প্রতি টান একেবারেই হারিয়ে যায়নি। তাই পুরকৌশল বিষয়ে স্নাতক শেষ করে আবার তিনি ভর্তি হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে (ওয়াপা)। স্ক্রিন পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের ওপর এক বছরের ডিপ্লোমা করেন।
অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার জন্য বছরখানেক আগে তিনি নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে অনিয়মিতভাবে নিজের তৈরি কনটেন্ট আপলোড করেন রাখি। জানালেন, দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে আবারও তিনি উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে।
২০১০ সালের ‘লাক্স সুপারস্টার’ মাহবুবা ইসলাম রাখি একসময় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। মাত্র তিন বছরে দেশের টিভি নাটকে নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল তাঁর। কিন্তু অভিনয়ের মায়া ছেড়ে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। প্রকৌশল বিষয়ে স্নাতক করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
অভিনয়কে একরকম বিদায় জানিয়েছিলেন রাখি। টিভি নাটকে শেষ অভিনয় করেছেন ২০১৩ সালের জুন মাসে। দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন তিনি। তবে টিভির পর্দা নয়, নীরবতা ভাঙলেন চলচ্চিত্র দিয়েই।
‘পায়ের ছাপ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। এর শুটিংয়ের জন্য সম্প্রতি দেশে ফিরেছেন। গত শনিবার ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
তিনি বলেন, ‘গত ২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মান্নু ভাইও এই ছবির শুটিং করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছি আমি। শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়।’
‘পায়ের ছাপ’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে রাখি ছাড়া আরও অভিনয় করছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি ও শিশু শিল্পী মায়মুনা ইসলাম মেধা।
মাহবুবা রাখি সুপারস্টার থেকে প্রকৌশলী হলেও অভিনয়ের প্রতি টান একেবারেই হারিয়ে যায়নি। তাই পুরকৌশল বিষয়ে স্নাতক শেষ করে আবার তিনি ভর্তি হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে (ওয়াপা)। স্ক্রিন পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের ওপর এক বছরের ডিপ্লোমা করেন।
অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার জন্য বছরখানেক আগে তিনি নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে অনিয়মিতভাবে নিজের তৈরি কনটেন্ট আপলোড করেন রাখি। জানালেন, দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে আবারও তিনি উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে।
প্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১ ঘণ্টা আগেবাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
২ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৬ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৮ ঘণ্টা আগে