জিতের ‘মানুষ’-এর টিজার, ভরপুর রহস্যের হাতছানি

বিনোদন ডেস্ক
Thumbnail image

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে আজ শনিবার। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।

টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’

আসলে তিনি কে, হিরো নাকি খলনায়ক! প্রথম ঝলকে সেটা মোটেই স্পষ্ট নয়। কিন্তু পুরো টিজারে স্পষ্ট এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে।

টিজারে জিৎঅভিনেতা জিতু কমলও টিজারে নজর কেড়েছেন। কারাবন্দী অবস্থায় দেখা গেছে তাকে। অপরাজিতা সিনেমায় সত্যজিতের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি, এবার তাঁর দ্বিতীয় সিনেমাতে ধরা দিলেন একেবারে অন্য অবতারে। এ ছাড়া টিজারে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গেছে।

জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। এর আগে মুক্তি পেল সিনেমাটির টিজার। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর এই ছবির ঝলক বড় কিছুর যে ইঙ্গিত দিল সেটা স্পষ্ট।

টিজারে বিদ্যা সিনহা মিম‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিকস’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পান সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক। এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত