Ajker Patrika

সাদ-বাঁধনদের অপেক্ষা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২১, ২৩: ৫৮
সাদ-বাঁধনদের অপেক্ষা

অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের সিনেমাপ্রেমীরা। আর কিছুক্ষণ পরই ঘোষণা হবে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় বিভাগের পুরস্কার। যেটি থেকে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার দাবিদার বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’-ও।
 
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমাটি লড়াই করছে এবারের আয়োজনে। ৭ জুলাই সাদ-বাঁধন টিমের উপস্থিতিতে ছবিটির প্রথম প্রিমিয়ার হয় সেখানে। এরপর থেকেই কান নদীর তীরে ভাসছে বাংলাদেশের এই ছবিটির নাম।
 
ইতোমধ্যে হলিউড রিপোর্টার, এনডিটিভি, ভ্যারাইটি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক বেশিরভাগ গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রশংসা।
 
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। যদি পুরস্কৃত হই, সেটা যেই ক্যাটাগরিতেই হোক, তার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি সত্যিই মেধাবী। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে তাঁর হাত ধরে।’

উৎসবের ৭৪তম আসরে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২০টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে এই বিভাগে। জানা গেছে, শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান শহরের পালে দো ফেস্টিভ্যাল ভবনের দেবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত ২০টি চলচ্চিত্রের মধ্য থেকে জুরি প্রাইজ, প্রাইজ ফর বেস্ট পারফরম্যান্স, প্রাইজ ফর বেস্ট ডিরেক্টর, স্পেশাল জুরি প্রাইজ ও জুরি স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

‘রেহানা মরিয়ম নূর’ ছাড়া প্রতিযোগিতার বাকি ১৯টি ছবি হলো জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, ফ্রান্সের ‘বন মেরে’, মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, রাশিয়ার ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকোর ‘লা সিভিল’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’। 
 
কান উৎসব দেখুন সরাসরি:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত