বিনোদন প্রতিবেদক, ঢাকা
এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৪ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৪ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৯ ঘণ্টা আগে