Ajker Patrika

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: তৃতীয়বারের মতো সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৫: ৫৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: তৃতীয়বারের মতো সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী

২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

এবারের পুরস্কারের আগে আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।

‘হাওয়া’ সিনেমার দৃশ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীততৃতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাওয়া সিনেমার প্রস্তুতি থেকে শুরু করে নির্মাণ, এমনকি এরপর দেশব্যাপী চলচ্চিত্রটির প্রচারে পুরো টিম বেশ পরিশ্রম করেছে। আর এই পুরস্কারের আগে আমি চলচ্চিত্রটি থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।’

পুরস্কার ঘোষণার পরদিনই চঞ্চল ধরেছেন যুক্তরাজ্যের বিমান। লন্ডনে শুরু হতে যাওয়া লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আজ বুধবার ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে শহরটির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। ছবিটি এই উৎসবে দেখানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত