জন্মদিনে নায়করাজের স্মৃতি গেল মিউজিয়ামে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ রোববার (২৩ জানুয়ারি)। এদিন সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গেছেন রাজ্জাকপুত্র সম্রাট। জানা গেছে, নায়করাজের ব্যবহৃত কিছু জিনিস বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে হস্তান্তর করেছেন সম্রাট।

এগুলোর মধ্যে আছে রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা ও ক্যাপ। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর রোববার সকালে সম্রাটের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু প্রমুখ।

নায়করাজের স্মৃতি মিউজিয়ামে দেওয়ার বিষয়ে রাজ্জাকপুত্র সম্রাট বলেন, ‘পরিবারের সবাই মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে জন্মদিনে কোনো আয়োজন করা যায়নি। তবে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। ফিল্ম আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত