আলোচনা সমালোচনায় মাহির অদ্ভুত নাচ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। সেই থেকে রাজনীতিতেই ব্যস্ত সময় পার করেছেন। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এসেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু দিন নিজেকে আড়ালে রেখেছেন মাহী। সম্প্রতি কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। কিন্তু কিছু স্টেজ শো আর ফটোশুট ছাড়া কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি তাঁর নাম। তবে এবার তিনি আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাহিয়া মাহির দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও এখন তুমুল আলোচনায়। নেতিবাচক আর ইতিবাচক—দুই ধরনের মন্তব্যের তীর ছুড়ছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা মাহির ভিডিওটিতে দেখা যাচ্ছে শরীরচর্চার মতো নানা কসরত করছেন নাচের মুদ্রায়। কখনো কখনো নিজেকে উপস্থাপন করেছেন আবেদনময়ীর ভঙ্গিতে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা অবস্থায় মাহির এই ভিডিওকে কেউ বলছেন নান্দনিক, অনেকেই বলছেন আলোচনায় আসতেই মাহির এই অদ্ভুত কোরিওগ্রাফি। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা। তবে কেন এমন ভিডিও প্রকাশ করেছেন তার কোনো ব্যাখ্যা দেননি মাহি।

সোশ্যাল হ্যান্ডেলে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’ আবারও কেউ লিখেছেন ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’ অনেকেই আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন নেতিবাচক নানা কথা।

উল্লেখ্য, সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়েই দিন কাটাচ্ছেন মাহি। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়, এরপর বিবাহ বিচ্ছেদ, অনেক দিন সিনেমার কোনো কাজে না থাকাসহ সংকটের মধ্য দিয়ে গেছেন মাহি। এবার চেষ্টা করছেন শুটিংয়ে ফেরার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত