বিনোদন প্রতিবেদক, ঢাকা
টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
৪ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
৬ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
৮ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১০ ঘণ্টা আগে