বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বুবলীর সঙ্গে কোনো সিনেমায় কাজ করবেন না’ বলে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান যে মন্তব্য করেছেন, তার জবাব দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। আজ বুধবার ফেসবুকে তিনি লেখেন, ছেলে শেহজাদের মুখের দিকে তাকিয়ে এখন তিনি কিছু বলতে চান না।
গতকাল মঙ্গলবার দেশের একটি সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’
এর ইঙ্গিত হিসেবে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটির কথা তুলে ধরেন। তাঁর ভাষায়, রোমান্টিক গান হলেও সেখানে তাঁদের দুজনের মধ্যে দূরত্ব ছিল, যেটা তাঁর ‘পুরো অভিনয়জীবনে কখনো ঘটেনি’।
জবাবে ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি—হচ্ছেটা কী!! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’
বুবলী আরও লিখেছেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহ একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসঙ্গে থেকেছি, টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পরপর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এ রকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না। সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়।’
শাকিবকে শুভকামনা জানিয়ে বুবলী লেখেন, ‘অনেকটা সময় পার হয়ে গেছে, নিজের জীবনটাকে গোছান। সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক, আমি অবশ্যই শুভকামনা জানাব। কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’
আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। অন্য অভিনয়শিল্পীদের নিয়ে এরই মধ্যে ছবির শুটিং করলেও শাকিব খান আজই অংশ নিয়েছেন। ‘প্রিয়তমা’ সিনেমাটি নিয়ে আলোচনা গত পাঁচ বছর ধরেই। তখন চলচ্চিত্রটি প্রযোজনা করার কথা ছিল শাকিবের এসকে ফিল্মসের। তখন শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল শবনম বুবলীর। কিন্তু নায়ক আর পরিচালক ঠিক থাকলেও বদলে গেছে নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান। কদিন আগেই জানা যায় ‘প্রিয়তমা’ ছবিতে শবনম বুবলী থাকছেন না। শাকিব খানের ‘প্রিয়তমা’ হতে গতকাল মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছেন সেখানকার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে গেল ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর মতো সুপারহিট চলচ্চিত্রের অংশ হয়েও ‘প্রিয়তমা’ ছবিতে বুবলী না থাকায় দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর হঠাৎ করেই বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলি। এরপর ৩০ সেপ্টেম্বর ছেলে বীরের ছবি প্রকাশ করেন। জানান, এই ছেলের বাবা শাকিব খান। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম। পরে ফেসবুকে যৌথ বিবৃতি দিয়ে শাকিব ও বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। গত বছরের ৩ অক্টোবর এক ফেসবুক পোস্টে বুবলি জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাঁরা বিয়ে করেছেন। তবে বিয়ের কোনো ছবি তিনি প্রকাশ করেননি।
এদিকে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন বলে জানান শাকিব খান ও অপু বিশ্বাস। সেটিও গোপন ছিল। এমনকি সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন তাঁরা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাঁর সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করে দুজনেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। তবে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের জন্য বুবলিকেই দায়ী করেন অপু।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি তাঁরা বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তাঁর সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন, তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যদিও তাঁদের প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোমুখি হতে দেখা যায়। একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক কথাবার্তা সংবাদের শিরোনাম হয়েছে অনেকবার।
‘বুবলীর সঙ্গে কোনো সিনেমায় কাজ করবেন না’ বলে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান যে মন্তব্য করেছেন, তার জবাব দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। আজ বুধবার ফেসবুকে তিনি লেখেন, ছেলে শেহজাদের মুখের দিকে তাকিয়ে এখন তিনি কিছু বলতে চান না।
গতকাল মঙ্গলবার দেশের একটি সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’
এর ইঙ্গিত হিসেবে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটির কথা তুলে ধরেন। তাঁর ভাষায়, রোমান্টিক গান হলেও সেখানে তাঁদের দুজনের মধ্যে দূরত্ব ছিল, যেটা তাঁর ‘পুরো অভিনয়জীবনে কখনো ঘটেনি’।
জবাবে ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি—হচ্ছেটা কী!! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’
বুবলী আরও লিখেছেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহ একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসঙ্গে থেকেছি, টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পরপর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এ রকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না। সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়।’
শাকিবকে শুভকামনা জানিয়ে বুবলী লেখেন, ‘অনেকটা সময় পার হয়ে গেছে, নিজের জীবনটাকে গোছান। সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক, আমি অবশ্যই শুভকামনা জানাব। কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’
আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। অন্য অভিনয়শিল্পীদের নিয়ে এরই মধ্যে ছবির শুটিং করলেও শাকিব খান আজই অংশ নিয়েছেন। ‘প্রিয়তমা’ সিনেমাটি নিয়ে আলোচনা গত পাঁচ বছর ধরেই। তখন চলচ্চিত্রটি প্রযোজনা করার কথা ছিল শাকিবের এসকে ফিল্মসের। তখন শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল শবনম বুবলীর। কিন্তু নায়ক আর পরিচালক ঠিক থাকলেও বদলে গেছে নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান। কদিন আগেই জানা যায় ‘প্রিয়তমা’ ছবিতে শবনম বুবলী থাকছেন না। শাকিব খানের ‘প্রিয়তমা’ হতে গতকাল মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছেন সেখানকার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে গেল ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর মতো সুপারহিট চলচ্চিত্রের অংশ হয়েও ‘প্রিয়তমা’ ছবিতে বুবলী না থাকায় দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর হঠাৎ করেই বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলি। এরপর ৩০ সেপ্টেম্বর ছেলে বীরের ছবি প্রকাশ করেন। জানান, এই ছেলের বাবা শাকিব খান। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম। পরে ফেসবুকে যৌথ বিবৃতি দিয়ে শাকিব ও বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। গত বছরের ৩ অক্টোবর এক ফেসবুক পোস্টে বুবলি জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাঁরা বিয়ে করেছেন। তবে বিয়ের কোনো ছবি তিনি প্রকাশ করেননি।
এদিকে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন বলে জানান শাকিব খান ও অপু বিশ্বাস। সেটিও গোপন ছিল। এমনকি সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন তাঁরা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাঁর সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করে দুজনেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। তবে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের জন্য বুবলিকেই দায়ী করেন অপু।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি তাঁরা বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তাঁর সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন, তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যদিও তাঁদের প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোমুখি হতে দেখা যায়। একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক কথাবার্তা সংবাদের শিরোনাম হয়েছে অনেকবার।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে