প্রত্যাশা বাড়ল রঙিলা কিতাব নিয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২: ৩৮
Thumbnail image
ট্রেলার রিলিজ অনুষ্ঠানে পরীমণি। ছবি: হইচইয়ের সৌজন্যে

বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। প্রদীপের অতীত তাড়িয়ে নিয়ে বেড়ায় তাদের। একদিকে পুলিশ, অন্যদিকে গ্যাংয়ের লোকজন খুঁজে বেড়াচ্ছে প্রদীপকে। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে স্বামীর সঙ্গে। ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের ট্রেলারে দেখা গেল এমন গল্প। এতে সুপ্তি চরিত্রে আছেন পরীমণি আর প্রদীপের ভূমিকায় মোস্তাফিজ নুর ইমরান।

অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে মুক্তি দেওয়া হয় সিরিজের প্রথম ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমণি, মনোজ প্রামাণিক ও গায়ক ইমরান মাহমুদুলসহ অনেকে।

পরীমণি জানান, তাঁর ক্যারিয়ারে এই সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা বিশেষ হয়ে থাকবে। রঙিলা কিতাবের গল্প ও অভিনয় দর্শকের পছন্দ হবে বলে আশাবাদী তিনি। তবে কিছুটা ভয়ও আছে। কারণ পরীমণির প্রথম ওয়েব সিরিজ ঘিরে দর্শকের যে আগ্রহ তৈরি হয়েছে, সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন কি না। অভিনেত্রী জানান, মাতৃত্বকালীন বিরতির পর এই সিরিজ দিয়েই কাজে ফিরেছিলেন তিনি।

পরীমণি বলেন, ‘আমার সঙ্গে যখন এ কাজটা নিয়ে প্রথম কথা হয়, তখন আমি কোনো কাজ নিয়ে ভাবনার জায়গাতেই ছিলাম না। কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট। দেড়-দুই মাস বয়স। ওই সময় বাবুকে রেখে কাজে যাব, ভাবতেই পারিনি। তবে তাঁরা আমার জন্য অপেক্ষা করেছেন। সেই সময় থেকে একটা বছর পরে এসেও যে চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা আমার সৌভাগ্য। আমার মনে হয়, চরিত্রটি ঠিকঠাকমতো করতে পেরেছি।’

মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। ছবি: সংগৃহীত
মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। ছবি: সংগৃহীত

টানটান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে ‘রঙিলা কিতাব’ সিরিজজুড়ে। পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘সিরিজের প্রতিটি পর্ব দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।’

শুটিংয়ের ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ট্রেলার দেখে তিনি বেশ আনন্দিত। নূর জানান, এ সিরিজে সবার প্রচেষ্টা ছিল একটি বিশেষ বার্তা তুলে ধরার। সেটা কতটা সম্ভব হয়েছে, তা জানা যাবে ৮ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত