বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে