মীর রাকিব হাসান
ঢাকা: ২০১৪ সালে ‘সিটি এফএম’ রেডিওতে আরজেগিরি দিয়ে শুরু। সেখানে ছিলেন মাত্র ছয় মাস। ভার্সিটির ফার্স্ট ইয়ার তখন। ভার্সিটির বন্ধুদের নিয়ে একটা আড্ডার অনুষ্ঠানে গিয়েছিলেন। ‘সিটি এফএম’ কর্তৃপক্ষই তাঁকে আরজে হওয়ার প্রস্তাব দেয়। রাজিও হয়ে গেলেন।
পরের বছর জানুয়ারি থেকে বাংলাভিশনের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। টানা চার বছর করেছেন বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’, ‘সকাল বেলার রোদ্দুর’, ‘মিউজিক ক্লাব’। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’, ‘রুচি চানাচুর, গ্রামীণফোন, আকিজ, প্রাণ, স্যামসাং মোবাইল সেট, ম্যাগি নুডলসের বিজ্ঞাপন করেছেন। সামনেই প্রচার শুরু হবে মিনিস্টার ফ্রিজের একটি বিজ্ঞাপনচিত্র।
‘এনটিভি, আরটিভির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তখনই জিটিভি থেকে স্পোর্টস শো করার জন্য ডাক এল। সেখান থেকে বিপিএল’—বললেন নীল হুরেরজাহান।
অল্পদিনেই পরিচিতি পেলেন বিপিএল উপস্থাপনা করে। তিনি বলেন,‘বাংলাদেশের সবচেয়ে বড় একটি আসর বিপিএল। খুব ভালোই সাড়া পেয়েছি। বিপিএল করছি বলে আগের চেয়ে পরিচিতিটা অনেক বেশি হয়ে গেছে। বেশির ভাগ মানুষই সাপোর্ট দিয়েছে। সিনিয়ররাও দেখে প্রশংসা করছেন। পরামর্শ দিচ্ছেন।’
বর্তমানে ‘নিউজ ২৪’-এর প্রতিদিনকার এন্টারটেইনমেন্ট শো ‘ইটস অ্যামেজিং’, রাত ১১টায়। মুভি, মিউজিক, লাইফস্টাইলের খবরাখবর জানানো হয় এই শোতে। এ ছাড়া করছেন নাগরিক টেলিভিশনের ‘আনন্দ বৈঠক’ ও চ্যানেল নাইনের একটি শো।
জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছেন। অভিনয় করতেও ভালোই লাগে তাঁর। তবে করার সুযোগ হয় না। ‘যখন বাংলাভিশন থেকে গ্যাপ নিয়েছিলাম। তখন টুকটাক অভিনয় করেছিলাম। পরীক্ষামূলক বদরুল আনাম সৌদের নাটক “অক্ষর থেকে উঠে আসা মানুষ” করেছিলাম। এরপর মাবরুর রশীদ বান্নাহর “চার কাহন” করি। আরও কিছু নাটক করেছি, তবে সেগুলো উল্লেখ করার মতো নয়। অভিনয়ে খুব একটা সময় দিতে পারি না। বান্নাহ ভাই পরবর্তী সময়েও বলেছিলেন। এ সপ্তাহেও একজন পরিচালক প্রস্তাব দিয়েছিলেন, যেহেতু বিপিএল চলছে, তাই করিনি। আমার রেগুলার শোতেও প্রচুর টাইম দিতে হয়। নাটকের জন্য সময় বের করা কঠিনই। তা ছাড়া উপস্থাপনাটা আমার প্রথম প্রায়োরিটি। এটাই এখন আমার প্রথম পেশা। সময় করে উঠতে পারলে অভিনয়েও নিয়মিত হব।’ বললেন নীল।
হুরেরজাহানের প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে গত বছর। ‘হারিয়ে যাওয়ার শুরু’ শিরোনামের বইটিতে রয়েছে ৩২টির মতো কবিতা। প্রেম, বিরহ এবং বিভিন্ন নস্টালজিক বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকেই বইটি লিখেছেন নীল। যেখানে রয়েছে কবিতার গভীরতার মিশেলে বিভিন্ন ছবিও। নীল বলেন, ‘ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস আমার। তখন থেকেই একটু একটু করে লিখতাম আর ডায়েরিতে সংগ্রহ করে রাখতাম। এখন আর ঘটা করে কাগজ-কলম নিয়ে লেখার সময় হয় না। তাই মোবাইলের নোটবুকে লিখি। পরে সেগুলো ডায়েরিতে সংরক্ষণ করে রাখি। দ্বিতীয় বই লেখা শুরু করেছি।’
ঈদে ‘শহরে টুকরো রোদ’ টেলিফিল্মে তাঁর অল্প সময়ের উপস্থিতিও নজর কেড়েছে দর্শকের। সামনে ভালো প্রস্তাব পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।
ঢাকা: ২০১৪ সালে ‘সিটি এফএম’ রেডিওতে আরজেগিরি দিয়ে শুরু। সেখানে ছিলেন মাত্র ছয় মাস। ভার্সিটির ফার্স্ট ইয়ার তখন। ভার্সিটির বন্ধুদের নিয়ে একটা আড্ডার অনুষ্ঠানে গিয়েছিলেন। ‘সিটি এফএম’ কর্তৃপক্ষই তাঁকে আরজে হওয়ার প্রস্তাব দেয়। রাজিও হয়ে গেলেন।
পরের বছর জানুয়ারি থেকে বাংলাভিশনের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। টানা চার বছর করেছেন বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’, ‘সকাল বেলার রোদ্দুর’, ‘মিউজিক ক্লাব’। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’, ‘রুচি চানাচুর, গ্রামীণফোন, আকিজ, প্রাণ, স্যামসাং মোবাইল সেট, ম্যাগি নুডলসের বিজ্ঞাপন করেছেন। সামনেই প্রচার শুরু হবে মিনিস্টার ফ্রিজের একটি বিজ্ঞাপনচিত্র।
‘এনটিভি, আরটিভির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তখনই জিটিভি থেকে স্পোর্টস শো করার জন্য ডাক এল। সেখান থেকে বিপিএল’—বললেন নীল হুরেরজাহান।
অল্পদিনেই পরিচিতি পেলেন বিপিএল উপস্থাপনা করে। তিনি বলেন,‘বাংলাদেশের সবচেয়ে বড় একটি আসর বিপিএল। খুব ভালোই সাড়া পেয়েছি। বিপিএল করছি বলে আগের চেয়ে পরিচিতিটা অনেক বেশি হয়ে গেছে। বেশির ভাগ মানুষই সাপোর্ট দিয়েছে। সিনিয়ররাও দেখে প্রশংসা করছেন। পরামর্শ দিচ্ছেন।’
বর্তমানে ‘নিউজ ২৪’-এর প্রতিদিনকার এন্টারটেইনমেন্ট শো ‘ইটস অ্যামেজিং’, রাত ১১টায়। মুভি, মিউজিক, লাইফস্টাইলের খবরাখবর জানানো হয় এই শোতে। এ ছাড়া করছেন নাগরিক টেলিভিশনের ‘আনন্দ বৈঠক’ ও চ্যানেল নাইনের একটি শো।
জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছেন। অভিনয় করতেও ভালোই লাগে তাঁর। তবে করার সুযোগ হয় না। ‘যখন বাংলাভিশন থেকে গ্যাপ নিয়েছিলাম। তখন টুকটাক অভিনয় করেছিলাম। পরীক্ষামূলক বদরুল আনাম সৌদের নাটক “অক্ষর থেকে উঠে আসা মানুষ” করেছিলাম। এরপর মাবরুর রশীদ বান্নাহর “চার কাহন” করি। আরও কিছু নাটক করেছি, তবে সেগুলো উল্লেখ করার মতো নয়। অভিনয়ে খুব একটা সময় দিতে পারি না। বান্নাহ ভাই পরবর্তী সময়েও বলেছিলেন। এ সপ্তাহেও একজন পরিচালক প্রস্তাব দিয়েছিলেন, যেহেতু বিপিএল চলছে, তাই করিনি। আমার রেগুলার শোতেও প্রচুর টাইম দিতে হয়। নাটকের জন্য সময় বের করা কঠিনই। তা ছাড়া উপস্থাপনাটা আমার প্রথম প্রায়োরিটি। এটাই এখন আমার প্রথম পেশা। সময় করে উঠতে পারলে অভিনয়েও নিয়মিত হব।’ বললেন নীল।
হুরেরজাহানের প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে গত বছর। ‘হারিয়ে যাওয়ার শুরু’ শিরোনামের বইটিতে রয়েছে ৩২টির মতো কবিতা। প্রেম, বিরহ এবং বিভিন্ন নস্টালজিক বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকেই বইটি লিখেছেন নীল। যেখানে রয়েছে কবিতার গভীরতার মিশেলে বিভিন্ন ছবিও। নীল বলেন, ‘ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস আমার। তখন থেকেই একটু একটু করে লিখতাম আর ডায়েরিতে সংগ্রহ করে রাখতাম। এখন আর ঘটা করে কাগজ-কলম নিয়ে লেখার সময় হয় না। তাই মোবাইলের নোটবুকে লিখি। পরে সেগুলো ডায়েরিতে সংরক্ষণ করে রাখি। দ্বিতীয় বই লেখা শুরু করেছি।’
ঈদে ‘শহরে টুকরো রোদ’ টেলিফিল্মে তাঁর অল্প সময়ের উপস্থিতিও নজর কেড়েছে দর্শকের। সামনে ভালো প্রস্তাব পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে