বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেখতে দেখতে দুরন্ত টিভি শেষ করল ২০টি মৌসুম। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যানেলটির ২১তম মৌসুমের অনুষ্ঠান। এই মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ২টি নতুন অনুষ্ঠান, ২টি নাটক ও ১টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে। নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ ও ‘দুষ্টু মিষ্টি’, নতুন দুইটি নাটক ‘দাদুর জাদু’ ও ‘এমিল ও তার গোয়েন্দারা’ এবং নতুন কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘দ্য স্মার্ফস’।
নিয়মিত কার্টুন সিরিজ ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটলস’, ‘রোলি পোলি ওলি’, ‘নেলা দ্য প্রিন্সেস নাইট’, ‘মার্টিন মর্নিং’, ‘ববি অ্যান্ড বিল’, ‘টপ উইং’, ‘রাসটি রিভেটস’ নতুন মৌসুমে আসছে নতুন চমক নিয়ে। এছাড়াও থাকছে ‘ভুলোস্টাইন’, ‘বর্ণমালার ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘দি আর্ট রুম’, ‘মা-বাবাই সেরা’ (মৌসুম-৩), ‘রঙ বেরঙের গল্প’ (মৌসুম-৪) ও ‘ছুটির দিনে’ (মৌসুম ২)।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’
দুরন্ত টিভির পর্দায় এবার দেখা যাবে জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ানদো। ছোটবেলা থেকেই শিশুরা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা পায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দুরন্ত টিভি নির্মাণ করেছে নতুন অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। ৬৫ পর্বের অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সাজানো হয়েছে ওয়ার্ম আপ, ফিচার, তায়কোয়ানদো কৌশল ও গ্রুপ ওয়ার্ক দিয়ে।
অনুষ্ঠানটির মূল অংশে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদোর নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে। আবার সুশৃঙ্খল জীবন গঠনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের অপর একটি অংশ ফিচার দিয়ে সাজানো হয়েছে। সবশেষে একটি গানের সাথে দলীয় নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ৩০ অক্টোবর প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
‘দাদুর জাদু’
৭৯ বছর বয়সী আশরাফ আহমেদ। একসময় তার ব্যবসা-প্রতিপত্তি সবই ছিল। কিন্তু ১০ বছর আগে পত্নীবিয়োগের পর তিনি সব ছেড়ে শহরতলীতে বাড়ি করে নিভৃত জীবনযাপন শুরু করেন। তার পাঁচ ছেলেমেয়ে নিজেদের জীবনে ব্যস্ত। নিয়মিত যোগাযোগের অভাবে ছেলেমেয়েদের সাথে তার দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব ঘোচাতে এবং তার ৮০তম জন্মদিন পরিবারের সাথে উদযাপন করতে তিনি একটি অভিনব পরিকল্পনা করেন। আট নাতি-নাতনিসহ পাঁচ ছেলেমেয়েকে নিজের কাছে ডেকে আনেন।
‘দাদুর জাদু’ নাটকটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন খাইরুল আলম সবুজ। দাদুর পাঁচ ছেলেমেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, গোলাম কিবরিয়া তানভীর, আইনুন পুতুল প্রমুখ। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে পৃথিয়া, প্রাজ্ঞ, তাকবীর চৌধুরী জিসান, রুহামা তাহকিম ও অর্নিল বীরল।
৩০ পর্বের শিশুতোষ ধারাবাহিক নাটক ‘দাদুর জাদু’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। দুরন্ত টিভিতে নাটকটি দেখা যাবে ৩০ অক্টোবর থেকে সপ্তাহের প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
‘দুষ্টু মিষ্টি’
বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুজন বন্ধু ছাড়াও দেখা যাবে কখনো পাপেট পড়শীকে আবার কখনো বাবুইকে। এছাড়াও থাকবে একজন সহকারী। দুষ্টু মিষ্টি অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি দেখা যাবে ৪ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮ টায়।
‘দ্য স্মার্ফস’
এক গ্রামে বাস করতো নীল রঙের একদল ছোট্ট প্রাণী, তাদের নাম স্মার্ফ। তাদের উচ্চতা মাত্র তিনটি আপেলের সমান। এই গ্রামে কেউ মন খারাপ করে থাকে না। সবাই অনেক আনন্দ আর হাসিখুশি নিয়ে জীবনযাপন করে। স্মার্ফদের গ্রামের বাইরেই থাকে দুষ্টু জাদুকর গার্গামেল। যে স্মার্ফদের প্রধানসহ বাকি সব স্মার্ফদের আটক করে সবার ভেতর থেকে নীল নির্যাস বের করে নিতে চায়। গার্গামেলের দুষ্ট জাদুর ফন্দি থেকে স্মার্ফদের বাঁচার অভিযান নিয়েই দুরন্ত টিভির বাংলা ভাষান্তরিত নতুন কার্টুন সিরিজ ‘দ্য স্মার্ফস’। দুরন্ত টিভিতে কার্টুনটি দেখা যাবে ৪ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৭টা ৩০ মিনিটে।
দেখতে দেখতে দুরন্ত টিভি শেষ করল ২০টি মৌসুম। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যানেলটির ২১তম মৌসুমের অনুষ্ঠান। এই মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ২টি নতুন অনুষ্ঠান, ২টি নাটক ও ১টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে। নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ ও ‘দুষ্টু মিষ্টি’, নতুন দুইটি নাটক ‘দাদুর জাদু’ ও ‘এমিল ও তার গোয়েন্দারা’ এবং নতুন কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘দ্য স্মার্ফস’।
নিয়মিত কার্টুন সিরিজ ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটলস’, ‘রোলি পোলি ওলি’, ‘নেলা দ্য প্রিন্সেস নাইট’, ‘মার্টিন মর্নিং’, ‘ববি অ্যান্ড বিল’, ‘টপ উইং’, ‘রাসটি রিভেটস’ নতুন মৌসুমে আসছে নতুন চমক নিয়ে। এছাড়াও থাকছে ‘ভুলোস্টাইন’, ‘বর্ণমালার ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘দি আর্ট রুম’, ‘মা-বাবাই সেরা’ (মৌসুম-৩), ‘রঙ বেরঙের গল্প’ (মৌসুম-৪) ও ‘ছুটির দিনে’ (মৌসুম ২)।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’
দুরন্ত টিভির পর্দায় এবার দেখা যাবে জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ানদো। ছোটবেলা থেকেই শিশুরা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা পায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দুরন্ত টিভি নির্মাণ করেছে নতুন অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। ৬৫ পর্বের অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সাজানো হয়েছে ওয়ার্ম আপ, ফিচার, তায়কোয়ানদো কৌশল ও গ্রুপ ওয়ার্ক দিয়ে।
অনুষ্ঠানটির মূল অংশে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদোর নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে। আবার সুশৃঙ্খল জীবন গঠনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের অপর একটি অংশ ফিচার দিয়ে সাজানো হয়েছে। সবশেষে একটি গানের সাথে দলীয় নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ৩০ অক্টোবর প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
‘দাদুর জাদু’
৭৯ বছর বয়সী আশরাফ আহমেদ। একসময় তার ব্যবসা-প্রতিপত্তি সবই ছিল। কিন্তু ১০ বছর আগে পত্নীবিয়োগের পর তিনি সব ছেড়ে শহরতলীতে বাড়ি করে নিভৃত জীবনযাপন শুরু করেন। তার পাঁচ ছেলেমেয়ে নিজেদের জীবনে ব্যস্ত। নিয়মিত যোগাযোগের অভাবে ছেলেমেয়েদের সাথে তার দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব ঘোচাতে এবং তার ৮০তম জন্মদিন পরিবারের সাথে উদযাপন করতে তিনি একটি অভিনব পরিকল্পনা করেন। আট নাতি-নাতনিসহ পাঁচ ছেলেমেয়েকে নিজের কাছে ডেকে আনেন।
‘দাদুর জাদু’ নাটকটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন খাইরুল আলম সবুজ। দাদুর পাঁচ ছেলেমেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, গোলাম কিবরিয়া তানভীর, আইনুন পুতুল প্রমুখ। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে পৃথিয়া, প্রাজ্ঞ, তাকবীর চৌধুরী জিসান, রুহামা তাহকিম ও অর্নিল বীরল।
৩০ পর্বের শিশুতোষ ধারাবাহিক নাটক ‘দাদুর জাদু’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। দুরন্ত টিভিতে নাটকটি দেখা যাবে ৩০ অক্টোবর থেকে সপ্তাহের প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
‘দুষ্টু মিষ্টি’
বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুজন বন্ধু ছাড়াও দেখা যাবে কখনো পাপেট পড়শীকে আবার কখনো বাবুইকে। এছাড়াও থাকবে একজন সহকারী। দুষ্টু মিষ্টি অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি দেখা যাবে ৪ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮ টায়।
‘দ্য স্মার্ফস’
এক গ্রামে বাস করতো নীল রঙের একদল ছোট্ট প্রাণী, তাদের নাম স্মার্ফ। তাদের উচ্চতা মাত্র তিনটি আপেলের সমান। এই গ্রামে কেউ মন খারাপ করে থাকে না। সবাই অনেক আনন্দ আর হাসিখুশি নিয়ে জীবনযাপন করে। স্মার্ফদের গ্রামের বাইরেই থাকে দুষ্টু জাদুকর গার্গামেল। যে স্মার্ফদের প্রধানসহ বাকি সব স্মার্ফদের আটক করে সবার ভেতর থেকে নীল নির্যাস বের করে নিতে চায়। গার্গামেলের দুষ্ট জাদুর ফন্দি থেকে স্মার্ফদের বাঁচার অভিযান নিয়েই দুরন্ত টিভির বাংলা ভাষান্তরিত নতুন কার্টুন সিরিজ ‘দ্য স্মার্ফস’। দুরন্ত টিভিতে কার্টুনটি দেখা যাবে ৪ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৭টা ৩০ মিনিটে।
‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ–আলোচনা করেন। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় গত ৩ সেপ্টেম্বর। একটি স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দেন!
৩৩ মিনিট আগেহলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
৩ ঘণ্টা আগেবায়োপিকটির পরিচালনায় ও অভিনয়ে রয়েছেন কঙ্গনা রনৌত। মুক্তির আগে সব প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে কী বললেন প্রিয়াঙ্কা? কঙ্গনা রনৌত, বলিউড, সিনেমা, অভিনেত্রী, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বিনোদন
৮ ঘণ্টা আগেইন্ডাস্ট্রিতে রজত জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালের বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?
১০ ঘণ্টা আগে