‘ওদিকে মনোযোগ দিতে চাই না’

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯: ২৭
Thumbnail image

রাজধানীর পূর্বাচল এলাকায় গতকাল একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী সারিকা সাবরিন। দীর্ঘ বিরতির পর গত ঈদের আগে থেকে স্বল্পসংখ্যক কাজে দেখা যাচ্ছে সারিকাকে। শুটিংয়ের ফাঁকে সাম্প্রতিক কাজ নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর

কোন নাটকের শুটিং করছেন?

নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি নাটক। এতে আমার সহশিল্পী মুশফিক ফারহান।

নিয়মিত কাজ করছেন তাহলে?

হ্যাঁ, ঈদের পর কাজের পরিমাণ কিছুটা কম ছিল। এখন আবার বেড়েছে।

মেয়ে সেহরিশের জন্যই তো অভিনয়ে বিরতি নিয়েছিলেন। আপনি শুটিংয়ে থাকলে ওর দেখাশোনা করেন কে?

ওর বয়স তো প্রায় ছয় বছর হলো। যখন ছোট ছিল, ওকে বাসায় রেখে শুটিংয়ে এলে টেনশন হতো। এখন মেয়েই সামলে নেয়। বলে, ‘মা, তুমি শুটিংয়ে যাও, আমি লক্ষ্মীমেয়ের মতো থাকব।’ নানাবাড়ি, দাদাবাড়ি-দুই জায়গাতেই তার ভালো সময় কাটে। সে আমার ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়েছে। 

মেয়ে কি আপনার কাজ দেখে?

সে আমার সব নাটক দেখে। ভালো হলে প্রশংসা করে। আমার ভুলও ধরিয়ে দেয়।

সারিকা সাবরিনআপনি যখন নিয়মিত অভিনয় করতেন, তখনকার তুলনায় এখন ইন্ডাস্ট্রির পরিবেশ অনেকটাই বদলে গেছে। অনেক নতুন মুখ এসেছেন। মাধ্যমও বেড়েছে। কেমন লাগছে নতুন পরিবেশ?

আমার কাছে ভালোই লাগছে। ঠিকঠাকই লাগছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। এটাই নিয়ম। পরিবর্তনটা মেনে নিতে হবে।

অনেক বছর ধরে আপনি অভিনয় করছেন, এমন কোনো চরিত্র আছে, যেটা করতে চান?

ওই রকম কোনো স্বপ্নের চরিত্র নেই, যেটা করার জন্য মুখিয়ে আছি। তবে এখন যে কাজগুলো করছি, সবই ইন্টারেস্টিং।

অনেকে বলেন, সারিকা চলচ্চিত্রে অভিনয় করলে আরও ভালো করতেন। বড় পর্দা নিয়ে আপনার পরিকল্পনা কী?

একসময় সিদ্ধান্তই নিয়েছিলাম ছবিতে অভিনয় করব না। তখন অনেক ছবির প্রস্তাব আসত। এখন ভিন্নধর্মী গল্প নিয়ে ভালো ভালো কাজ হচ্ছে। এখন বড় পর্দায় কাজ করা যায়। তবে এখনো প্রস্তাব পাইনি।

অভিনয়শিল্পীরা অনেকেই গল্প লেখেন, পরিচালনা করেন। আপনার মাথায় কোনো গল্প আসে না?

আসে। কিন্তু আমি ওদিকে মনোযোগ দিতে চাই না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত