বিনোদন প্রতিবেদক, ঢাকা
উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক। এ সময় নির্মাতা ও অন্য অভিনয়শিল্পীরা তাঁকে বুঝিয়ে থামানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। বন্ধ হয়ে যায় শুটিং।
ঠিক সময়ে শুটিং শেষ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা আদিব হাসান। তাই এ বিষয়ে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি বর্তমানে সাংগঠনিকভাবে মীমাংসার অপেক্ষায়।
এ ঘটনায় প্রথমে কথা বলতে না চাইলেও গত সোমবার রাতে চমক গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি তাঁর বিরুদ্ধে চক্রান্ত। পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষেছেন তিনি। এমনকি আরশের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ, আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় সে বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। তাই দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে সে এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে আরশ খান বলেন, ‘চমক পুরোপুরি মিথ্যা বলছে। সেদিন শুটিং সেটে সমস্যা হয়েছে চমক, পরিচালক আদিব হাসান ও মাসুম বাশার আঙ্কেলের মধ্যে। আমি যদি তাকে এমন কোনো ইঙ্গিত করতাম, তাহলে সেটা নিয়ে শুটিং সেটে কেন ঝামেলা হবে! এটা তো হাস্যকর। সে সরাসরি থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারত বা আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারত; গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে, চমক মিথ্যাচার করছে। আসলে সমস্যা হলো, আমি সত্যের পক্ষে থেকেছি। সেদিন পরিচালক ও মাসুম আঙ্কেলের পক্ষে কথা বলেছি। চমক পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে বলে, মাসুম আঙ্কেল তার ওপর হামলা করেছেন। তখন যদি আমি সত্যিটা না বলতাম, তাহলে মাসুম বাশারের মতো সিনিয়র অভিনয়শিল্পী অযথাই ঝামেলায় জড়িয়ে যেতেন। সেদিন সত্য বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’
চমকের উদ্দেশে আরশ খান বলেন, ‘চমকের উদ্দেশে বলতে চাই, পরিস্থিতি যা-ই হোক, একজন শিল্পীর সব সময় সত্য বলা উচিত। দিন শেষে কিন্তু আমাদেরই সবচেয়ে বেশি আয়নার সামনে দাঁড়াতে হয়। তখন যদি নিজের চোখের দিকে নিজেই তাকাতে না পারি, তাহলে কিন্তু সব শেষ। শুধু পর্দায় হিরো-হিরোইন হলেই চলবে না, বাস্তব জীবনে হিরো হতে হলে সত্যটা বলতে হবে। বিব্রতকর পরিস্থিতি থেকে ওভারকাম করার জন্য মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো।’
চমকের এমন অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে আরশ খান বলেন, ‘এ ধরনের মিথ্যা অভিযোগ আসতে থাকলে তো ব্যবস্থা নিতেই হবে। তবে আবারও বলছি, চমক আমার ভালো বন্ধু। তার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। আমাদের বন্ডিংটাও ভালো। তাই হঠাৎ করে তার এমন কথায় আমি পুরোপুরি শকড।’
পরিচালক আদিব হাসান বলেন, ‘চমকের অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডে অভিযোগ জানিয়েছি। সাংগঠনিকভাবেই এর সুরাহা হবে।’
উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক। এ সময় নির্মাতা ও অন্য অভিনয়শিল্পীরা তাঁকে বুঝিয়ে থামানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। বন্ধ হয়ে যায় শুটিং।
ঠিক সময়ে শুটিং শেষ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা আদিব হাসান। তাই এ বিষয়ে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি বর্তমানে সাংগঠনিকভাবে মীমাংসার অপেক্ষায়।
এ ঘটনায় প্রথমে কথা বলতে না চাইলেও গত সোমবার রাতে চমক গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি তাঁর বিরুদ্ধে চক্রান্ত। পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষেছেন তিনি। এমনকি আরশের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ, আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় সে বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। তাই দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে সে এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে আরশ খান বলেন, ‘চমক পুরোপুরি মিথ্যা বলছে। সেদিন শুটিং সেটে সমস্যা হয়েছে চমক, পরিচালক আদিব হাসান ও মাসুম বাশার আঙ্কেলের মধ্যে। আমি যদি তাকে এমন কোনো ইঙ্গিত করতাম, তাহলে সেটা নিয়ে শুটিং সেটে কেন ঝামেলা হবে! এটা তো হাস্যকর। সে সরাসরি থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারত বা আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারত; গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে, চমক মিথ্যাচার করছে। আসলে সমস্যা হলো, আমি সত্যের পক্ষে থেকেছি। সেদিন পরিচালক ও মাসুম আঙ্কেলের পক্ষে কথা বলেছি। চমক পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে বলে, মাসুম আঙ্কেল তার ওপর হামলা করেছেন। তখন যদি আমি সত্যিটা না বলতাম, তাহলে মাসুম বাশারের মতো সিনিয়র অভিনয়শিল্পী অযথাই ঝামেলায় জড়িয়ে যেতেন। সেদিন সত্য বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’
চমকের উদ্দেশে আরশ খান বলেন, ‘চমকের উদ্দেশে বলতে চাই, পরিস্থিতি যা-ই হোক, একজন শিল্পীর সব সময় সত্য বলা উচিত। দিন শেষে কিন্তু আমাদেরই সবচেয়ে বেশি আয়নার সামনে দাঁড়াতে হয়। তখন যদি নিজের চোখের দিকে নিজেই তাকাতে না পারি, তাহলে কিন্তু সব শেষ। শুধু পর্দায় হিরো-হিরোইন হলেই চলবে না, বাস্তব জীবনে হিরো হতে হলে সত্যটা বলতে হবে। বিব্রতকর পরিস্থিতি থেকে ওভারকাম করার জন্য মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো।’
চমকের এমন অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে আরশ খান বলেন, ‘এ ধরনের মিথ্যা অভিযোগ আসতে থাকলে তো ব্যবস্থা নিতেই হবে। তবে আবারও বলছি, চমক আমার ভালো বন্ধু। তার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। আমাদের বন্ডিংটাও ভালো। তাই হঠাৎ করে তার এমন কথায় আমি পুরোপুরি শকড।’
পরিচালক আদিব হাসান বলেন, ‘চমকের অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডে অভিযোগ জানিয়েছি। সাংগঠনিকভাবেই এর সুরাহা হবে।’
গত বছর ডিসেম্বরে ‘মোবারকনামা’ মুক্তির পর থেকে ওটিটিতে দেখা মিলছিল না মোশাররফ করিমের। প্রায় ১০ মাস পর অক্টোবর-নভেম্বরে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ দিয়ে ফেরেন ওটিটিতে। এরপর একের পর এক ওটিটি কনটেন্ট নিয়ে মোশাররফ এখন আলোচনার কেন্দ্রে।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া অভিনীত জনপ্রিয় সিনেমা ‘যোধা আকবর’। আকবর চরিত্রে হৃতিক রোশন ও যোধা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। ৪০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি আয় করে ১২০ কোটির বেশি।
১ ঘণ্টা আগেবছর শেষে নতুন অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ অ্যালবামটি সাজানো হয়েছে চারটি গান দিয়ে। গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’।
১ ঘণ্টা আগেএকদিকে বক্সঅফিসে হিট, অন্যদিকে আইনী জটিলতায় ভুগছেন ‘পুষ্পা ২’ সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই তারকার কপালে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, এর আগে একরাত থানা হাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায়। এবার জেরা পর জেরা...
১ দিন আগে