বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট ভাই আবদার করছে বড় বোনের কাছে, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। উঠে বসে। বলে, ‘গল্প শোনার জন্য ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’ বোন এবার গল্প শুরু করে, ‘এক ছিল শাঁখচুন্নি...’। ভাইবোনের এই মধুর দৃশ্যটি একটি নাটকের। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ক্লিপটি। অনেকেই শেয়ার করে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা।
এ নাটকে ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। অপির কাছ থেকেই জানা গেল, শিশুতোষ এ ধারাবাহিক নাটকটির নাম ‘আপনজন’। ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল বিটিভিতে। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। সেটাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে নাটকের এ পর্বে। অপি করিম জানালেন, এ নাটকে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তাঁর ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপির আপন ভাই।
এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশে একজন লিখেছেন, ‘উনি এখনো এমন কিউটই আছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি বুয়েটে থাকাকালীন পর্দায় এসেছেন।’
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তাঁর পথচলা শুরু ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও।
বিজ্ঞাপনে মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনা—নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ‘ব্যাচেলর’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ছোট ভাই আবদার করছে বড় বোনের কাছে, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। উঠে বসে। বলে, ‘গল্প শোনার জন্য ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’ বোন এবার গল্প শুরু করে, ‘এক ছিল শাঁখচুন্নি...’। ভাইবোনের এই মধুর দৃশ্যটি একটি নাটকের। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ক্লিপটি। অনেকেই শেয়ার করে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা।
এ নাটকে ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। অপির কাছ থেকেই জানা গেল, শিশুতোষ এ ধারাবাহিক নাটকটির নাম ‘আপনজন’। ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল বিটিভিতে। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। সেটাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে নাটকের এ পর্বে। অপি করিম জানালেন, এ নাটকে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তাঁর ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপির আপন ভাই।
এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশে একজন লিখেছেন, ‘উনি এখনো এমন কিউটই আছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি বুয়েটে থাকাকালীন পর্দায় এসেছেন।’
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তাঁর পথচলা শুরু ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও।
বিজ্ঞাপনে মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনা—নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ‘ব্যাচেলর’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৩ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৭ ঘণ্টা আগে