বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।
‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।
আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।
এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।
অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।
‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।
আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।
এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৮ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৩ ঘণ্টা আগে