বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৫ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৫ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১১ ঘণ্টা আগে