আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।
চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২৯ মিনিট আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে