Ajker Patrika

শিল্পকলায় নবান্ন উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলায় নবান্ন উৎসব

অনেক আগে থেকেই রাজধানীতে নবান্ন উৎসব পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছর নবান্ন উৎসবে যোগ দিতে জড়ো হন অনেকেই। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর ধরে সেখানে সব রকম উৎসব, আয়োজন বন্ধ রয়েছে। তাই এবার নবান্ন উৎসব পালন হলো শিল্পকলা একাডেমিতে।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবমঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবসকাল-বিকেল দুই পর্বে বিভক্ত ছিল এবারের নবান্ন উৎসব। নানা গ্রামীণ অনুষঙ্গ নিয়ে শিল্পকলা একাডেমির খোলা চত্বরে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় করোনাকালে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবগান, নাচ ও কবিতায় তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য। শিল্পীরা একক ও দলীয় গান শোনান। গানের সঙ্গে ছিল একক ও সমবেত নৃত্য। পরিবেশনা ছাড়াও উৎসবে ছিল পিঠাপুলির ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত