Ajker Patrika

মঞ্চে আসছে বটতলার নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২০
মঞ্চে আসছে বটতলার নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’

করোনা মহামারিতে দীর্ঘ বিরতির পর মঞ্চে আসছে বটতলার নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছর পেরিয়ে গেছে; কিন্তু এখনো তাঁর ভাবনা অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। দাস ক্যাপিটাল বা কমিউনিস্ট মেনিফেস্টোয় তিনি মানুষকে এক হওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক।

কার্ল মার্ক্স নিজ জন্মভূমি সোহো থেকে বহিষ্কৃত হয়েছিলেন। নাট্যকার হাওয়ার্ড জিন তাঁর নাট্যভাবনায় একজন দার্শনিক এবং ব্যক্তি কার্ল মার্ক্সকে একই সুতোয় গেঁথেছেন। ফুটিয়ে তুলেছেন মার্ক্সের দুটো সত্তাকে একসঙ্গে। আর এ কারণেই নাটকটি বিশেষ হয়ে উঠেছে।

আগামী ৬-৯ অক্টোবর পর্যন্ত বটতলা ও যাত্রিক-এর যৌথ প্রযোজনার নাটকটি মঞ্চস্থ হবে বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনীর সময় ৬ ও ৭ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ৮ ও ৯ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।

নাট্যকার হাওয়ার্ড জিনের নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা, সেট ডিজাইন, আলোক ও সংগীত পরিকল্পনায় নায়লা আজাদ। অভিনয়ে হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত